পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

AIFF President Kalyan Chaubey: ফুটবলের উন্নতিতে তৃণমূলস্তর থেকে কাজ করুক কল্যাণ, চান স্ত্রী সোহিনী - কল্যাণে চৌবের স্ত্রী সোহিনী মিত্র চৌবে

শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারতীয় গোলকিপার কল্যাণ চৌবে (New AIFF President Kalyan Chaubey) ৷ তাঁর জয়ের পর ইটিভি ভারতকে সাক্ষাৎকার দিলেন কল্য৷ণের স্ত্রী সোহিনী মিত্র চৌবে (wife of new AIFF President Kalyan Chaubey) ।

aiff president
ETV Bharat

By

Published : Sep 2, 2022, 4:27 PM IST

Updated : Sep 2, 2022, 5:02 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: বাইচুং ভুটিয়াকে (Bhaichung Bhutia) 33-1 ভোটে হারিয়ে শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারতীয় গোলকিপার কল্যাণ চৌবে (New AIFF President Kalyan Chaubey) ৷ তাঁর এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কল্যাণের স্ত্রী সোহিনী মিত্র চৌবে । তাঁর আশা ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য তৃণমূলস্তর থেকে কাজ করবেন কল্যাণ ৷

প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের কন্যা সোহিনী বর্তমানে সবুজ-মেরুন ক্লাবের কার্যকরী কমিটির সদস্যা । ফুটবল অন্তপ্রাণ, মোহনবাগান পাগল সোহিনী ছোটবেলা থেকেই ফুটবলের আবহে বড় হয়েছেন । বাবা সচিব হওয়ায় ফুটবল প্রশাসনের কর্মব্যস্ততা তাঁর চেনা । এদিন ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেন, “আমি এখনও কল্যাণের কথা বলে উঠতে পারিনি । তবে কল্যাণকে আমি ফুটবলার হিসেবে দেখেছি । ফুটবল নিয়ে ওর আবেগ চিন্তা ও ভালোবাসা জানি । তাই ওর প্রেসিডেন্ট হওয়ার খবর আমার কাছে অনেক কিছু ৷“

কল্য৷ণে চৌবের স্ত্রী সোহিনী মিত্র চৌবের প্রতিক্রিয়া

আরও পড়ুন: বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে

প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্রকে শ্বশুর হিসেবে পেয়েছেন কল্যান চৌবে । ক্রীড়া প্রশাসনের খুটিনাটি শ্বশুরের কাছ থেকে জানতে পেরেছিলেন তিনি ৷ তবে এখন নিজের মত করে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কল্যাণ কাজ করবেন বলে বিশ্বাস করেন সোহিনী (wife of new AIFF President Kalyan Chaubey) । তিনি বলেন, “আমি চাইব দেশের প্রতিটি রাজ্যে শক্তিশালী লিগ চালু হোক । পাশাপাশি তৃণমূলস্তর থেকে ফুটবলের উন্নতিতে জোর দেওয়া হবে, এই আশা করব নতুন প্রেসিডেন্টের থেকে ৷"

Last Updated : Sep 2, 2022, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details