কলকাতা, 11 জানুয়ারি :আদালতে গঙ্গাসাগর মেলার তিন সদস্যের কমিটিতে শুভেন্দু অধিকারীর নাম থাকায় তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার । রাজনৈতিক ব্যক্তিত্ব কেন থাকবে আদালত গঠিত কমিটিতে এই নিয়ে সরব হয় রাজ্য ৷ ফলে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে নতুন কমিটি গড়া হয় ৷ আর এই ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Suvendu Adhikari removes from gangasagar committee) ৷
মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে শমীক বলেন, "শুধুমাত্র রাজনীতির কারণে রাজ্য সরকার সরাসরি যেভাবে বিরোধী দলনেতার কমিটিতে থাকার বিরোধিতা করল তাতে তাঁরা নতুন করে প্রমাণ করল, 11 বছর পেরিয়ে গেলেও এই সরকার নিজেদের চলার পথকে পরিবর্তন করেনি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি কমিটিতে থাকতেন, তাহলে বলতাম রাজনীতিকরণ করা হচ্ছে । কিন্তু শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে তৃণমূল সরকার যে কাজ করল, তাতে রাজনীতিকরণ যে হয়েছে, তা নিয়ে সন্দেহ নেই । বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ । প্রশাসন যা যুক্তি দেখাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে আদালত তা মেনে নিল । কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক ।"
আরও পড়ুন :Gangasagar Mela 2022 : সাগরমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে মন্ত্রী ও জেলাশাসক