পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Hope 24 Alliance : মোদির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধের চেষ্টা মমতার, কী বলছে রাজ্যের বিরোধীরা - Sayantan Basu

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এবারের দিল্লি সফর এই মুহূর্তে শুধু রাজ্যই নয়, দেশের রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে উঠেছে ৷ তাঁর মোদি বিরোধী শিবিরের মুখ হয়ে ওঠায় এখন অলোচনার মূলে রয়েছে ৷ বিজেপি তো নয়-ই, মমতার মোদি বিরোধী এই জোটের প্রতি আস্থাশীল হতে পারছে না সিপিএম বা রাজ্য কংগ্রেস কেউ-ই ৷ রাজ্যের বিরোধীদের প্রতিক্রিয়া শুনল ইটিভি ভারত ৷

মমতার জোটে আস্থাশীল নয় বিরোধীরা
মমতার জোটে আস্থাশীল নয় বিরোধীরা

By

Published : Jul 28, 2021, 10:48 PM IST

কলকাতা, 28 জুলাই : দিল্লিতে মহাজোটের (Hope 24 Alliance) সলতে পাকানো শুরু হলেও বাংলায় বসে এই জোটকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না বাম ও বিজেপি । এদিন বিকেলে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দেন । তিনি স্পষ্টতই জানান, তিনি নেতা হতে চান না । তিনি আসলে একজন ক্যাডার । তিনি পথে নেমে আন্দোলন করার মানুষ । তাই তৃণমূল সুপ্রিমো চান, কালক্ষেপ না করে বিরোধী শক্তি একজোট হয়ে মোদি-শাহের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করুক । তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামেদের এক ছাতার তলায় আসার ডাক দিয়েছেন । এক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের বাম তথা সিপিএম বিরোধিতার অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছেন তিনি ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোলা মনে বামেদের এক ছাতার তলায় আসার কথা বললেও এদিন স্পষ্ট ভাষায় রাজ্যের প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জানিয়ে দিয়েছেন, গোটা দেশে তাঁদের প্রধান শত্রু বিজেপি হলেও পশ্চিমবঙ্গে তাদের প্রধান শত্রু বিজেপির পাশাপাশি তৃণমূলও । কাজেই আর যাই হোক এরাজ্যে জোটবদ্ধ লড়াই সম্ভব নয় ।

সুজন আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানের মুখ না মুখোশ তা আগে ঠিক করুক । বিজেপিকে ঠেকাতেই হবে । ঠেকাব আমরাই । গোটা দেশে ন্যাশানাল পার্টি এবং রিজিওনাল পার্টিগুলোকে আমরা অ্যাপিল করব তারাও যেন বিজেপি বিরোধী অবস্থান নেন । এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে আগে তার কনসিসটেন্সি নির্দিষ্ট করতে হবে । তিনি বিজেপির সঙ্গে ছিলেন ৷ এখন কোথায় আছেন, তার সঙ্গে কে কে থাকবেন- এসব আগে ঠিক করতে হবে । আমাদের কাছে সবচেয়ে বড় শত্রু বিজেপি । সেই বিজেপিকে রাজ্যে ঘাড়ে করে নিয়ে এসেছে তৃণমূলই ।"

একইভাবে এদিন তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন, "তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ তা তো ভাল কথা । তবে উত্তরে আলিপুরদুয়ার পার হয়ে গেলে তাঁর সমর্থন কোথায় ? অতএব অবাস্তব স্বপ্ন নিয়ে যত কম বলা যায় ততই ভাল ।" একই সঙ্গে তিনি বলেন, "তৃণমূল নেত্রী কংগ্রেস এবং তৃণমূলের জোটের কথা বলছেন ৷ পশ্চিমবঙ্গে যদি এই জোট হলে গ্রাউন্ড লেভেলে তাঁর দলই ক্ষতিগ্রস্ত হবে ।" এদিন এরাজ্যের বাম-কংগ্রেসের জোটকে সুবিধাবাদী জোট হিসাবে আখ্যা দিয়েছেন তিনি । একইভাবে দিল্লিতে চলাচল প্রক্রিয়াকেও সেই সুবিধাবাদের নামান্তর বলেছেন সায়ন্তন ।

রাজ্যের কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার (Subhankar Sarkar) মমতা-সোনিয়া বৈঠকের মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না ৷ কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট বাংলায় বাম-কং জোটকে ধাক্কা দিতে পারে কি না প্রশ্ন উঠলে তিনি বলেন, "কংগ্রেস দীর্ঘদিন ধরে বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই করছে ৷ এরাজ্যে বিজেপির আগমনের কারণ হিসাবে সিপিএম এবং তৃণমূল একে অপরকে দোষারোপ করছে ৷ তবে সেক্ষেত্রে কংগ্রেস কাউকেই কিছু বলছে না ৷ সে তার নিজের বিজেপি বিরোধী অবস্থান বজায় রাখছে ৷ এমনিতেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত বিরোধী শক্তিকে একত্রিত হতে হবে ৷ সেই জায়গায় তৃণমূল যদি সেই ছাতার তলায় আসে তাহলে তাদের স্বাগত ৷"

আরও পড়ুন : Mamata-Sonia meet : লিডার নই, ক্যাডার ; সোনিয়ার সঙ্গে 'ইতিবাচক' বৈঠক শেষে মন্তব্য মমতার

ABOUT THE AUTHOR

...view details