কলকাতা, 1 নভেম্বর : কলকাতা হাইকোর্ট সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ সোমবার সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ বরং পরিবেশবান্ধব আতসবাজি ব্যবহারে ছাড় দিয়েছে সর্বোচ্চ আদালত ৷
কালীপুজো ও দীপাবলিতে রাত 8 টা থেকে রাত 10 টা পর্যন্ত আতসবাজি পোড়ানো ছাড় দেওয়া হয়েছে । সারা বাংলা আতসবাজি উন্নয়ন কমিটির চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন । পশ্চিমবঙ্গে আতসবাজি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন :Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের
তিনি বলেন, ‘‘রাজ্যে 20 লক্ষ মানুষ আতসবাজি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন । এদের রুজিরুটি বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল । আজকে সুপ্রিম কোর্টের রায়ে সবাই উৎসাহিত ।’’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, হরিয়ানায় অধিকাংশ আতসবাজি নির্মাণ হয় । পশ্চিমবঙ্গে সেই ভাবে কোনও আতসবাজি তৈরি হয় না ।
এদিকে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ জানিয়েছেন, সুপ্রিম কোটের নির্দেশ কার্যকর করবে কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকার । বাতাসে দূষণের মাত্রা শহরের কোথায় কী রয়েছে, তার ওপর নির্ভর করে কোন এলাকায় কতক্ষণ পরিবেশবান্ধব আতসবাজি পোড়ানো যাবে ৷ সেটা দেখেই তা স্থির করবে প্রশাসন ।
আরও পড়ুন :Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের
তিনি জানান, কোনও আতসবাজিই 100 শতাংশ পরিবেশবান্ধব নয় । পরিবেশবান্ধব আতসবাজিতে চলতি আতসবাজির থেকে মাত্র 30 থেকে 35 শতাংশ দূষণের মাত্রা কম থাকে । তাই দূষণ হবেই ৷ আর তাতে করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাবে ।