কলকাতা, 18 অগস্ট: অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বৃহস্পতিবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (PIL filed against 17 opposition leaders in Calcutta HC related to disproportionate assets) ৷ তালিকায়, বিজেপি'র একাধিক বিধায়ক ও সাংসদের নাম রয়েছে ৷
এই তালিকায় নাম রয়েছে বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কিছু দলীয় লোকজন কিংবা এদিক ওদিক কিছু পোষা সংগঠন আছে যাদের দিয়ে এইসব জনস্বার্থ মামলা করানো হয় । যদিও জনস্বার্থ মামলা যে কেউ করতে পারেন । কারও সম্পত্তির বিষয়ে সন্দেহ হলে নিশ্চই মামলা হতে পারে । তবে আমার তো মনে হয় এটা নিয়েও তদন্ত হওয়া উচিত । আর আমাদের সম্পত্তি নিয়ে যদি তদন্ত করতে হয় তবে হোক তদন্ত ।"
আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা
এই বিষয়টিকে প্রতিহিংসার রাজনীতি হিসেবেই দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব (reaction of BJP Leaders on disproportionate assets case) ৷ এই তালিকায় নাম রয়েছে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "সামাজিক জীবনে সবারই স্বচ্ছতার প্রয়োজন রয়েছে । স্বাভাবিকভাবেই কেউ পিআইএল করতেই পারেন, এটা তাঁর অধিকার । তবে আমি এবং আমার দল যেকোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত । আদালত নির্দেশ দিলে দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে আমরা আমাদের আয়, কোথায় কত সম্পত্তি আছে, কত বেড়েছে এবং সম্পত্তির উৎস সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরতে তৈরি । আর এই সব তথ্য পাবলিক ডোমেনে রয়েছে এবং সেখানে টাকার অঙ্কও দেওয়া রয়েছে । আসলে এটা হাস্যকর প্রতিহিংসার রাজনীতি ।" উল্লেখ্য, এর আগে তৃণমূলের 19 জন নেতা, মন্ত্রী, বিধায়কের বিরুদ্ধে একই ধরণের মামলা হয়েছে (Disproportionate Assets Case) ৷