পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Disproportionate Assets Case প্রতিহিংসার রাজনীতি, অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া বঙ্গ বিজেপি নেতৃত্বের

অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত যে জনস্বার্থ মামলা (Disproportionate Assets Case) কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব (reaction of BJP Leaders on disproportionate assets case) ৷

Disproportionate Assets Case against bengal BJP Leaders
ETV Bharat

By

Published : Aug 18, 2022, 10:28 PM IST

Updated : Aug 18, 2022, 11:05 PM IST

কলকাতা, 18 অগস্ট: অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বৃহস্পতিবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (PIL filed against 17 opposition leaders in Calcutta HC related to disproportionate assets) ৷ তালিকায়, বিজেপি'র একাধিক বিধায়ক ও সাংসদের নাম রয়েছে ৷

এই তালিকায় নাম রয়েছে বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "কিছু দলীয় লোকজন কিংবা এদিক ওদিক কিছু পোষা সংগঠন আছে যাদের দিয়ে এইসব জনস্বার্থ মামলা করানো হয় । যদিও জনস্বার্থ মামলা যে কেউ করতে পারেন । কারও সম্পত্তির বিষয়ে সন্দেহ হলে নিশ্চই মামলা হতে পারে । তবে আমার তো মনে হয় এটা নিয়েও তদন্ত হওয়া উচিত । আর আমাদের সম্পত্তি নিয়ে যদি তদন্ত করতে হয় তবে হোক তদন্ত ।"

আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা

এই বিষয়টিকে প্রতিহিংসার রাজনীতি হিসেবেই দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব (reaction of BJP Leaders on disproportionate assets case) ৷ এই তালিকায় নাম রয়েছে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "সামাজিক জীবনে সবারই স্বচ্ছতার প্রয়োজন রয়েছে । স্বাভাবিকভাবেই কেউ পিআইএল করতেই পারেন, এটা তাঁর অধিকার । তবে আমি এবং আমার দল যেকোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত । আদালত নির্দেশ দিলে দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে আমরা আমাদের আয়, কোথায় কত সম্পত্তি আছে, কত বেড়েছে এবং সম্পত্তির উৎস সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরতে তৈরি । আর এই সব তথ্য পাবলিক ডোমেনে রয়েছে এবং সেখানে টাকার অঙ্কও দেওয়া রয়েছে । আসলে এটা হাস্যকর প্রতিহিংসার রাজনীতি ।" উল্লেখ্য, এর আগে তৃণমূলের 19 জন নেতা, মন্ত্রী, বিধায়কের বিরুদ্ধে একই ধরণের মামলা হয়েছে (Disproportionate Assets Case) ৷

Last Updated : Aug 18, 2022, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details