কলকাতা, 18 অক্টোবর: একটানা বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিষয়ে ডিসটেন্স এডুকেশন বা দূরশিক্ষা চালু হতে চলেছে ৷ এতদিন শিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশে এই বিষয়গুলিতে দূরশিক্ষায় পঠনপাঠন বন্ধ ছিল ৷ ফের দ্রুত এই বিষয়গুলিতে দূরশিক্ষায় পঠনপাঠন শুরু হতে চলেছে (distance education in RBU) ৷
করোনাকালে ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর শিক্ষক নিয়োগ করা যায়নি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । তাই শিক্ষকের অভাবে এই বিষয়গুলি পড়ানো বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আবার এই বিষয়গুলির শিক্ষক নিয়োগ করা হয়েছে । এরপরেই দ্রুত এই বিষয়গুলিতে ক্লাস শুরু করার আবেদন জানিয়ে ইউজিসি'কে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ (Rabindra Bharati University) ।