কলকাতা, 22 অক্টোবর: রাজনৈতিক টানাপড়েনে কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির কথা উঠে এসেছে একাধিক বার । তবে শুধুমাত্র কাঁথি সমবায় ব্যাঙ্কই নয়, রাজ্যের শহরাঞ্চলের বিভিন্ন সমবায় ব্যাঙ্কে (আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস-ইউসিবি) ব্যাঙ্কেও ভুরি ভুরি অনিয়ম চোখে পড়ছে বলে এবার সামনে এল । তা নিয়ে বেশ কিছু দিন ধরেই ওই সব ব্যাঙ্কের উপর নজরদারি চালাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) । গত এক বছর ধরে নীরবে আরবিআই-এর আতসকাঁচের নীচে রয়েছে ওই সব ব্যাঙ্ক ।
আরবিআই-এর একটি সূত্র জানিয়েছে, বেশ কিছু সমবায় ব্যাঙ্কের কর্মপদ্ধতি, বিশেষ করে তাদের রোজকার কার্য পরিচালনা, মূলধনের প্রবাহ এবং ঋণদানের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি, এ সবের উপর নজর রাখা হয়েছে । শুধু নজরদারিই নয়, গত এক বছরে একাধিক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে ।
আরও পড়ুন:Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র
গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে থেকে এই বিশেষ নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আরবিআই কর্তা । তাঁর বক্তব্য, ‘‘নজরদারি, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, এ সব ছুটকো ঘটনা ৷ হিমশৈলের চূড়া মাত্র ৷ বহু দিন থেকে নিঃশব্দে নজরদারি চলছে ৷ কাজ প্রায় গুটিয়ে এনেছি আমরা ৷ শহরাঞ্চলের একাধিক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে খুব শীঘ্র বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করা হবে ৷ অনিয়মের গুরুত্ব যাচাই করে অনেক ব্যাঙ্কের লাইসেন্সও বাতিল করা হতে পারে ৷ জরিমানাও দিতে হতে পারে বড় অঙ্কের ৷’’
গত বছর পর্যন্ত সমবায় ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট রাজ্যের হাতেই ছিল । কিন্তু ২০২০-র সেপ্টেম্বরে সংসদে সংশোধিত ব্যাঙ্কিং প্রবিধান আইন পাস করিয়ে সমবায় ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণ সরাসরি আরবিআই-এর হাতে তুলে দেওয়া হয় । এর ফলে, ব্যাঙ্কের কাজকর্মের তদারকি এবং পরিচালনার ভার আরবিআই-এর হাতে ওঠে । এমনকি আরবিআই চাইলে রাজ্যের সঙ্গে পরামর্শ করে সমবায় ব্যাঙ্কের বোর্ড অব ডিরেক্টরও পাল্টাতে পারে । অনিয়মের অভিযোগে লাইসেন্স বাতিল, যে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে আরবিআই । তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের অনুমতিরও প্রয়োজন নেই তাদের ।