পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শহরের মাঝে এক টুকরো সবুজে মোড়া রডন স্কোয়ার, উদ্বোধনে ফিরহাদ হাকিম - rawdon square in Kolkata is opened to all

1987 সালে রডন স্কোয়ারকে ভেঙে ফেলে অন্য নির্মাণের পরিকল্পনা করেছিল বাম সরকার । সেইসময় সবুজের সংরক্ষণের দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

rawdon square in Kolkata is opened to all
খুলে গেল রডন স্কোয়ার

By

Published : Jan 9, 2021, 9:51 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : দীর্ঘ 33 বছর পর সাধারণ মানুষের জন্য খুলে গেল রডন স্কোয়ার । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম আজ তার উদ্বোধন করেন । পার্কের মধ্যে জলাশয়, জিম রয়েছে । গাছপালা দিয়ে সাজানো হয়েছে ।

রডন স্কোয়ারের জলাশয়

রডন স্কোয়ারের ভিতরে রয়েছে একটি বড় জলাশয় । যার আয়তন 12 হাজার বর্গমিটার । দীর্ঘদিন ধরে এই জায়গাটি অবহেলায় পড়েছিল । 1987 সালে বাম আমলে রডন স্কোয়ার ভেঙে ফেলার কথা উঠেছিল । সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংরক্ষণের দাবি তুলে আন্দোলন করেছিলেন । পরবর্তী সময়ে মেয়র হওয়ার পর রডন স্কোয়ারে আরবান ফরেস্ট তৈরির সিদ্ধান্ত নেন ফিরহাদ হাকিম । সেইমতো গতবছর 12 সেপ্টেম্বর তিনি পরিদর্শন করেন । এরপর মাত্র তিন মাসের মধ্যেই ঝোপ-ঝাড় সাফ করে সাজিয়ে তোলা হয় রডন স্কোয়ারকে । বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়েছে ।

রডন স্কোয়ারে লালমাটি

আরও পড়ুন :এবার বাংলার সঙ্গেই ইংরেজিতেও পাওয়া যাবে স্বাস্থ্যসাথীর কার্ডের পুস্তিকা

রডন স্কোয়ারে একটি ওপেন জিম তৈরি করা হয়েছে । যাতে প্রাতর্ভ্রমণকারীরা শরীর চর্চাও করতে পারেন । পাশাপাশি রয়েছে সবুজে ঘেরা বিশাল ঘাসের লন । জলাশয়ের চারিদিকে রয়েছে বসার জন্য বেঞ্চ। পরিমিত আলোর ব্যবহার করা হয়েছে যাতে পাখিদের কোনও সমস্যা না হয় । পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, "আগামী দিনে রডন স্কোয়ারকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে ।"

রডন স্কোয়ারের উদ্বোধনে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম

ABOUT THE AUTHOR

...view details