কলকাতা, 8 অগাস্ট : আল আমিন কলেজের টিচার-ইন-চার্জের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এমনকি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন ৷ এবিষয়ে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "উপরে ভগবান রয়েছে, সবাইকে এই দিনগুলো দেখতে হবে ।"
আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে পদত্যাগ বৈশাখির, কেঁদে ফেললেন সাংবাদিক বৈঠকে
গতকাল শোভন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন বৈশাখি ৷ দাবি করেন, সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ করা হচ্ছে ৷ পুরো কাজটাই করা হচ্ছে শিক্ষামন্ত্রীর নির্দেশে ৷ তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রীকে এমন কাজ করতে না কি নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পদত্যাগের কথা ঘোষণা করার সময় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের সামনে কেঁদেও ফেলেন বৈশাখি ৷ তবে পাশে থাকলেও গতকাল কোনও কথা বলতে দেখা যায়নি শোভনবাবুকে ৷
আরও পড়ুন : বৈশাখির অভিযোগে আমার কাছে দুঃখজনক : পার্থ
এবিষয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, "হঠাৎ কান্নাটা কী কারণে? কেউ কোনও কারণ খুঁজে পাইনি । আমরা যারা টিভিতে দেখেছি, আমরাও কারণ খুঁজে পাইনি । এই মহিলার বিষয়ে মুখ খুলতে নিজেকে ছোটো বলে মনে হয় । যখন শুনলাম সাংবাদিক সম্মেলন করবে, ভাবলাম আমি আবার বিঁধতে চলেছি ।" একপর স্বস্তির হাসি হেসে বলেন, "যাক, এযাত্রায় আমি আর আমার বাবা বেঁচে গেছি । আমাদের কিছু বলেনি । এই যাত্রায় আমরা রক্ষা পেয়েছি । মমতাদি ও পার্থ দা-কে দিয়েছে । উপরে ভগবান রয়েছে, সবাইকে দিনগুলো দেখতে হবে ৷ "