কলকাতা, 16 অক্টোবর : স্পষ্টতই বিরক্ত তিনি ৷ বারবার আলোচনায় আসতে চান না । কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের কারণেই বারবার মিডিয়ার সামনে আসতে হয়েছে তাঁকে। এতে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবন হয়ে উঠেছে জনগণের চর্চার বিষয়। এই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে রত্না চট্টোপাধ্যায়। এই মুহূর্তে বেহালা পূর্বের বিধায়ক তিনি। যে ঘটনাক্রম ঘটে চলেছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানাতেও দ্বিধাগ্রস্ত রত্না চট্টোপাধ্যায়।
শনিবার ইটিভি ভারতের সঙ্গে টেলিফোনিক আলাপচারিতায় স্পষ্টতই জানান, এই বিষয় নিয়ে কথা বলতে চান না তিনি। তবুও বলেন, "কী বলব বলুন তো ! যিনি একের পর এক ঘটনা ঘটাচ্ছেন, তিনি কি জানেন না যা করছেন তা আইনসঙ্গত নয় ৷ আমি একটাই কথা বলতে পারি, এখনও আইনসঙ্গতভাবে আমিই শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। এই অবস্থায় কোনও বিবাহ বৈধ নয়। আপনারা বাকিটা শোভনবাবুকে জিজ্ঞেস করুন।"
দীর্ঘ বন্ধুত্বের পর একুশের দশমীতে মা দুর্গার সামনে সরাসরি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন চট্টোপাধ্যায় ৷ এই ছবি সোশ্যাল মিডিয়া হট কেক-এর মতো ছড়িয়ে পরে ৷ পুজোর আগে থেকেই একসঙ্গে ফ্যাশন ফটোশ্যুটে দেখা গিয়েছিল শোভন-বৈশাখীকে ৷ মম চিত্তের তালে কোমর দুলিয়েছিলেন বৈশাখী ৷ হাততালি দিয়ে বান্ধবীর বৈশাখীর সঙ্গে সঙ্গ দিয়েছিলেন শোভনও ৷ এরপর সপ্তমীতে একসঙ্গে বুর্জ খলিফা দর্শনের পর শুক্রবার দশমীতে দেবী দুর্গাকে সাক্ষী রেখে সিঁদুরদান ৷