কলকাতা, 20 ডিসেম্বর :রাজনৈতিক পরিবারের কন্যা তিনি ৷ স্বামী শোভন চট্টোপাধ্যায় একসময় তৃণমূলের প্রথমসারির নেতা ছিলেন ৷ কিন্তু, বাবা-মা-স্বামী রাজনীতিক হলেও কয়েকবছর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি ৷ আর এখন তিনি তৃণমূল বিধায়ক ৷ এবার 'কাউন্সিলর' শোভনের 131 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি ৷ শোভন-ছায়া সরিয়ে নিজের জয় নিয়েও প্রত্যয়ী রত্না চট্টোপাধ্যায় ৷
দীর্ঘদিন কলকাতার মেয়র, বেহালা 132 নম্বর ওয়ার্ডের (পরে 131 নম্বর ওয়ার্ড) কাউন্সিলর-সহ একাধিক দায়িত্ব সামলেছেন শোভন ৷ বেহালা পূর্বেরও বিধায়ক ছিলেন ৷ কিন্তু, কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হয়েছেন রত্না ৷ একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায় দলবদল করে পদ্মশিবিরে যাওয়ায় গত চার বছর ধরে ‘অলিখিত’ভাবে 131 নম্বর ওয়ার্ডের দায়িত্ব তাঁকেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ এবার দলের তরফে বেহালার 131 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় রত্নাকে ৷