পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ratna-Sovan-Baishakhi : সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা - রত্নার নতুন শাড়ি

বুধবার 57 বছর পূর্ণ করলেন শোভন চট্টোপাধ্য়ায় ৷ জন্মদিনের তাঁকে ফেসবুকে শুভেচ্ছাবার্তা দিলেন বান্ধবী বৈশাখী ৷ অন্যদিকে, স্বামীর জন্মদিনে নিজেকে পাটভাঙা শাড়ি আর নতুন মাস্কে সাজালেন স্ত্রী রত্না ৷ সব মিলিয়ে বলা যায়, বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছেও একসঙ্গে দুই নারীর হৃদয়ে হিল্লোল তুলছেন শোভন চট্টোপাধ্য়ায় ৷

Ratna Chatterjee celebrates Sovan Chatterjee's 57th birthday
Sovan-Ratna-Baishakhi : শোভনের জন্মদিনে পাট ভাঙা শাড়িতে সাজলেন রত্না, বন্ধুত্বের বার্তা বৈশাখীর

By

Published : Jul 7, 2021, 5:29 PM IST

কলকাতা, 7 জুলাই :ষাটের দোরগোড়ায় পৌঁছেও একসঙ্গে দুই মহিলার হৃদয়ে হিল্লোল তুলছেন শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee) ৷ একদিকে স্ত্রী রত্না (Ratna Chatterjee), আর অন্যদিকে বান্ধবী বৈশাখী (Baishakhi Banerjee) ৷ দুই নারীই বুঁদ শোভনে ! বুধবার ছিল শোভন চট্টোপাধ্য়ায়ের জন্মদিন ৷ এদিন 57 বছর পূর্ণ করেন তিনি ৷ সেই উপলক্ষে এক নারী দিলেন সঙ্গে থাকার প্রকাশ্য বার্তা ৷ আর অন্যজন দূরে থেকেও পরিপাটি করে সাজালেন নিজেকে ৷ শোভনের এমন কপাল দেখে নিন্দুকদের গাত্রদাহ যে হবেই, সে কথা বলাই বাহুল্য ৷

শোভনজায়া রত্না এখন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ৷ একটা সময় তাঁর স্বামী শোভনই ছিলেন সেই পদে ৷ এদিন সময় মতোই বিধানসভায় পৌঁছে যান রত্না ৷ যোগ দেন অধিবেশনে ৷ এর মধ্যে আলাদা করে উল্লেখ করা মতো কিছু না থাকলেও নজর কাড়ে তাঁর সাজ-পোশাক ৷ এদিন রত্নার পরনে ছিল হালকা ছাই রঙা নতুন পাটভাঙা শাড়ি ৷ সঙ্গে ছিল মানানসই মাস্ক ৷ সেটাও নতুন ৷

আরও পড়ুন :"তোমার উপর আস্থা রয়েছে...", বান্ধবীর নামে সম্পত্তি লেখার কারণ খোলসা করলেন শোভন

রত্নার সাজগোজে কৌতূহল বাড়ে সাংবাদিকদের ৷ খানিক মজার ছলেই একজন তাঁকে জিজ্ঞেস করে বসেন, ‘‘শোভনদার জন্মদিন বলেই কি নতুন শাড়ি আর মাস্ক পরেছেন তাঁর স্ত্রী ?’’ জবাবে রত্না জানান, সাংবাদিকের অনুমান একেবারে সঠিক ৷ শোভন তাঁদের সঙ্গে না থাকলেও তাঁরা এখনও তাঁকে পরিবারের সদস্য, কাছের মানুষ বলেই মনে করেন ৷ তাই আর পাঁচজন যেমন সাধ্য মতো আপনজনের জন্মদিন পালন করেন, রত্না ও তাঁর দুই সন্তানও একইভাবে শোভনের জন্মদিন পালন করেন ৷

সোশ্য়াল মিডিয়ায় শোভনকে জন্মদিনের শুভেচ্ছা বৈশাখীর ৷

এরপর সাংবাদিকদের প্রশ্ন, ‘‘তাহলে কি এমন একটা বিশেষ দিনে শোভনকে কোনও উপহার পাঠাবেন তাঁর স্ত্রী-সন্তানরা ?’’ রত্না জানান, সেটা আর সম্ভব নয় ৷ কারণ, উপহার পাঠানোর রাস্তা শোভন নিজেই চিরতরে বন্ধ করে দিয়েছেন ৷ এর আগে একবার বাবার জন্য কেক কিনে নিয়ে গিয়েছিলেন রত্না-শোভনের ছেলে ৷ কিন্তু শোভনের অভিযোগ ছিল, সেই কেকে নাকি বিষ মেশানো হয়েছে ! রত্নার সাফ কথা, এরপর কি আর শোভনকে কোনও উপহার পাঠানো তাঁদের পক্ষে সম্ভব ?

আরও পড়ুন :প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

রত্না জানান, তাঁদের ছেলেরও এ নিয়ে আক্ষেপ কম নেই ৷ কিন্তু, নিজের বাবাই যখন খাবারে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ তোলেন, তখন তাঁর পক্ষেও আর বাবাকে জন্মদিনের উপহার পাঠানো সম্ভব নয় ৷ তবে তাঁরা নিজেদের মতো করে দিনটাকে উপভোগ করতে চান ৷ শোভন তাঁদের কাছে না থাকলেও তিনি যে আজও পরিবারের একজন, সেকথা মনে প্রাণে বিশ্বাস করেন রত্না ও তাঁর দুই সন্তান ৷ আর সেই কারণেই এদিন নিজেকে নতুন শাড়ি, মাস্কে সাজিয়েছেন রত্না ৷

রত্না-শোভনের সম্পর্কে দূরত্ব বাড়লেও বৈশাখী-শোভনের ক্ষেত্রে সেই সমস্যা নেই ৷ এখন এক ছাদের নীচেই বাসা বেঁধেছেন ৷ তাঁদের বন্ধুত্বও কারও অজানা নয় ৷ তাই প্রকাশ্যেই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন বৈশাখী ৷ তার জন্য বেছে নিয়েছেন সোশ্য়াল প্ল্য়াটফর্মকে ৷ এদিন ফেসবুকে শোভনের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেন বৈশাখী ৷ ইংরাজিতে তার যে ক্য়াপশন তিনি লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘তারায় লেখা তুমি আমি ৷ শুভ জন্মদিন শোভন ৷’’

ABOUT THE AUTHOR

...view details