কলকাতা, 12 মে : করোনা থেকে সুস্থ হয়ে খাদ্য দফতরের দায়িত্ব গ্রহণ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । নির্বাচনের পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তারপর থেকে গৃহবন্দি ছিলেন । করোনার কারণে রাজভবনের শপথ নিতে যেতে পারেননি তিনি । বাড়িতে বসে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন রথীন ঘোষ । তবে, এই মুহূর্তে রথীন ঘোষ সুস্থ । বুধবার খাদ্য ভবনে গিয়ে দফতরের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি ।
এদিন দুপুর 1 টা নাগাদ রথীন ঘোষ খাদ্য ভবনে যান । খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান । মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে দফতরের দায়িত্ব সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ । কারণ হিসেবে জানিয়েছেন, তাঁর পূর্বসূরী জ্যোতিপ্রিয় মল্লিক যে সাফল্যের সঙ্গে দফতরকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ তিনিও চান সেই ধারা অব্যাহত রাখতে ।