পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rat Menace In kolkata: ইঁদুরের দৌরাত্ম্যে দুর্ভোগে তিলোত্তমাবাসী - master plan

ইঁদুর দৌরাত্ম্যে নাজেহাল কলকাতাবাসী। বাঁচতে ভরসা মাস্টার প্ল্যান (master plan)।

rat-menace-haunts-kolkata
rat-menace-haunts-kolkata

By

Published : Jan 29, 2022, 2:55 PM IST

29 জানুয়ারি, কলকাতা:ইঁদুরের উৎপাতে (rat menace) ঘুম ছুটেছে নাগরিকদের । রাস্তা বসে যাওয়া থেকে শুরু করে ভূগর্ভস্থ নিকাশি নালাও রেহাই পায়নি গণেশ বাহিনীর অত্যাচারের হাত থেকে । বিশেষত শিয়ালদা লাগোয়া ৪৮ নম্বর ওয়ার্ডের একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত ইঁদুরের কারণে । ইঁদুরের এই অত্যাচারে দুর্ভোগে পড়েছে জনগণ। এলাকাবাসীর এই দুর্ভোগের কথাই টাউনহলে পুরসভার মাসিক অধিবেশনে তুললেন স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ দে । এই অধিবেশনে তিনি ইঁদুর নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান ( master plane) তৈরির প্রস্তাব তোলেন । তাঁর অভিযোগ, ইঁদুরের কারণে ক্ষতি হচ্ছে পুর পরিষেবায়। রাজা রামমোহন রায় সরণি, বিপিনবিহারী গাঙ্গুলী স্ট্রিট-সহ একদিকে রাস্তার অবস্থাও খারাপ।

আরও পড়ুন: KMC Pension Controversy : ‘ভুয়ো নোটিশ’, কর্মীদের পেনশন বন্ধ না হওয়ার আশ্বাস ফিরহাদের

এই প্রসঙ্গেই ডেপুটি মেয়র অতীন ঘোষ (atin ghosh)জানান, ইঁদুর নিয়ন্ত্রণে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকাতেই সমস্যা । প্রয়োজনে মাস্টার প্ল্যান (master plan) তৈরির কথাও তিনি উল্লেখ করেন । যা মুম্বই পুরসভার ইঁদুর ঠেকাতে যে প্ল্যান করেছে, তেমনই কোনও মাস্টার প্ল্যান করা যায় কি না সেটা চিন্তা ভাবনা করবে পুরসভা । উদাহরণ টেনে অতীন জানান, প্যারিসেও একই রকম সমস্যা রয়েছে । কিন্তু সেখানেও সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা করা সম্ভব হয়নি। তবে ভাবনা চিন্তা চলছে। আগামী দিনে কি করা যায় তা কলকাতা পুরসভা(kmc) বিবেচনা করবে ।

ABOUT THE AUTHOR

...view details