পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

House Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার দায় ইঁদুরের, বলছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর - ইঁদুর

ডালপট্টি এলাকায় ইঁদুরের (Rat) দৌরাত্ম্য ৷ মাটি কেটে ভিত আলগা করে দিচ্ছে ইঁদুরের দল ৷ আহিরীটোলার (Ahiritola) বাড়ি ভেঙে পড়ার (House Collapse) কারণ হিসেবে এই ব্যাখ্যাই তুলে ধরল কলকাতা পৌরনিগম ৷

rat-is-responsible-for-ahiritola-house-collapse-claims-kmc
আলগা করছে ভিত, আহিরীটোলার বাড়ি ভেঙে পড়ার দায় ইঁদুরের: পৌরসভা

By

Published : Sep 29, 2021, 4:11 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : আহিরীটোলার(Ahiritola) বাড়ি ভেঙে পড়ার (House Collapse) দায় ইঁদুরের (Rat) ! এমনই অভিযোগ কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বিজয় উপাধ্য়ায়ের ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বললেন, ডালপট্টি এলাকায় ইঁদুরের দৌরাত্ম্যে নড়ে যাচ্ছে বাড়ির ভিত ৷ তারই জেরে ঘটেছে বাড়ি ধসে পড়ার ঘটনা ৷

পৌরনিগমের দাবি, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি উত্তর কলকাতার ডালপট্টি এলাকা । সেখানে বড় বড় ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেগুলিই এলাকার বাড়িগুলির ভিতের মাটি কেটে সাফ করে দিচ্ছে ৷ আলগা হয়ে পড়ছে বাড়ির ভিত । সেই কারণে অধিকাংশ বাড়ির কাঠামোটাই নড়বড়ে হয়ে যাচ্ছে ৷ বাড়ছে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ।

বিপজ্জনক বাড়ি লিখে দেওয়া সত্ত্বেও ভাড়াটেরা বাড়ি খালি করতে চান না এবং পুরনো বাড়ি মেরামতে উদ্যোগী হন না বাড়িওয়ালারাও ৷ তারই জেরে এই ধরনের ঘটনা ঘটে চলেছে বলে দাবি বিজয় উপাধ্য়ায়ের ৷ বাড়ি খালি করিয়ে দেওয়ার বা মেরামত করার কোনও আইন না-থাকায়, এ ব্যাপারে পৌরনিগমের হাত পা বাঁধা বলে জানিয়েছেন তিনি ৷

আহিরীটোলা বাড়ি ভেঙে বিপর্যয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু'জনের ৷ তাদের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু । নাম সিজিকা ঘড়াই । তার দিদা চাঁপা ঘড়াইয়েরও মৃত্যু হয়েছে । স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, আহত ও রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু সেখানেই জরুরি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় জখম আরও চারজন আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন:Ahiritola Building Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2

রাত থেকেই টানা বৃষ্টি চলছে শহরজুড়ে । আগে থেকে সব রকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কলকাতায় আবারও ভেঙে পড়ে ওই পুরনো বাড়ি । ভোরবেলায় ওই পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ভিতরে আটকে পড়েন কয়েকজন বাসিন্দা । তাঁদের উদ্ধারের জন্য খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে । ঘটনাস্থলে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা ৷ যান নগরপাল সৌমেন মিত্রও ৷

ঘটনাস্থলে বিজয় উপাধ্য়ায়

আরও পড়ুন,Ahiritola Building Collapse : টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ

স্থানীয়রা জানিয়েছেন, ভোর রাতে তাঁরা হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ পান । বৃষ্টির সকালে তাঁরা প্রথমে তাতে আমল দেননি । কিন্তু স্থানীয় দোকানদাররা বিষয়টি প্রথমে দেখতে পান । পরে তাঁদের চিৎকারে ছুটে যান এলাকার মানুষজন । ঘটনাস্থলে পৌরনিগমের আধিকারিকরা গিয়ে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে ফেলেন । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷

আরও পড়ুন, Child Fever : উত্তরবঙ্গের পর এবার হাওড়া, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি 25 শিশু

ABOUT THE AUTHOR

...view details