কলকাতা, 29 সেপ্টেম্বর : আহিরীটোলার(Ahiritola) বাড়ি ভেঙে পড়ার (House Collapse) দায় ইঁদুরের (Rat) ! এমনই অভিযোগ কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বিজয় উপাধ্য়ায়ের ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বললেন, ডালপট্টি এলাকায় ইঁদুরের দৌরাত্ম্যে নড়ে যাচ্ছে বাড়ির ভিত ৷ তারই জেরে ঘটেছে বাড়ি ধসে পড়ার ঘটনা ৷
পৌরনিগমের দাবি, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি উত্তর কলকাতার ডালপট্টি এলাকা । সেখানে বড় বড় ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেগুলিই এলাকার বাড়িগুলির ভিতের মাটি কেটে সাফ করে দিচ্ছে ৷ আলগা হয়ে পড়ছে বাড়ির ভিত । সেই কারণে অধিকাংশ বাড়ির কাঠামোটাই নড়বড়ে হয়ে যাচ্ছে ৷ বাড়ছে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ।
বিপজ্জনক বাড়ি লিখে দেওয়া সত্ত্বেও ভাড়াটেরা বাড়ি খালি করতে চান না এবং পুরনো বাড়ি মেরামতে উদ্যোগী হন না বাড়িওয়ালারাও ৷ তারই জেরে এই ধরনের ঘটনা ঘটে চলেছে বলে দাবি বিজয় উপাধ্য়ায়ের ৷ বাড়ি খালি করিয়ে দেওয়ার বা মেরামত করার কোনও আইন না-থাকায়, এ ব্যাপারে পৌরনিগমের হাত পা বাঁধা বলে জানিয়েছেন তিনি ৷
আহিরীটোলা বাড়ি ভেঙে বিপর্যয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু'জনের ৷ তাদের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু । নাম সিজিকা ঘড়াই । তার দিদা চাঁপা ঘড়াইয়েরও মৃত্যু হয়েছে । স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, আহত ও রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু সেখানেই জরুরি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় জখম আরও চারজন আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷