পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

International Museum Day : শাহজাহানের সুরাপাত্র-আকবরের স্বর্ণমুদ্রা, ভারতীয় জাদুঘরে বিশেষ প্রদর্শনী - ভারতীয় জাদুঘর

ভারতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে মুঘল সাম্রাজ্যের দুষ্প্রাপ্য মূল্যবান সামগ্রী (Rare Valuables are Display in Indian Museums) ৷ আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে পার্কস্ট্রিটের ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ তাদের সংগ্রহশালা থেকে মোট 50টি সামগ্রী প্রদর্শনীর জন্য বের করেছেন ৷ যেখানে সম্রাট শাহজাহানের রত্নখচিত সুরাপাত্র সেখানে রাখা হয়েছে ৷

Rare Valuables are Display in Indian Museums
Rare Valuables are Display in Indian Museums

By

Published : May 22, 2022, 2:17 PM IST

Updated : May 23, 2022, 6:54 AM IST

কলকাতা, 22 মে : আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষ্যে ভারতীয় জাদুঘরের সংগ্রহশালা থেকে জনসমক্ষে আনা হল বেশ কিছু দুষ্প্রাপ্য ঐতিহাসিক নিদর্শন (Rare Valuables are Display in Indian Museums) ৷ যার মধ্যে অন্যতম সম্রাট শাহজাহানের রত্নখচিত সুরাপাত্র এবং বাদশা জাহাঙ্গীরের রাজত্বকালের স্বর্ণমুদ্রা-সহ আরও একাধিক নিদর্শন ৷ ভারতীয় ইতিহাসের এমন বহু নিদর্শনের প্রদর্শনী হচ্ছে পার্কস্ট্রিটের ভারতীয় জাদুঘরে ৷

সম্রাট আকবর কিংবা বাদশা জাহাঙ্গীরের সময় কেমন ছিল স্বর্ণমুদ্রা ? কিংবা সম্রাট শাজাহানের সুরাপাত্রটি ঠিক কী রঙের ছিল ? বা তা দেখতেই বা কেমন ? সেই সব জানতে এবং দেখতে পারবে সাধারণ মানুষ (Rare Valuables of The Mughal Empire) ৷ ইতিহাস ও প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহী মানুষদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলে জানাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ ৷ সম্রাট শাহজাহানের সুরাপাত্রে চুনি ও পান্না খচিত রয়েছে ৷ শাহজাহানের পান্নার আংটিও সেখানে রাখা রয়েছে ৷ সেটি দেখার উৎসাহ দেখা গেল সাধারণ মানুষের মধ্যে ৷

এই প্রদর্শনীতে সাহিত্যকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব বিভাগের 50টির বেশি দুষ্প্রাপ্য জিনিস রাখা হয়েছে ৷ যা আগে কখনও প্রদর্শনীতে রাখা হয়নি ৷ শাহজাহান ও জাহাঙ্গীরের রাজত্বকালের মূল্যবান জিনিস ছাড়াও, এখানে প্রদর্শিত হয়েছে দুর্মূল্য হাতির দাঁতের সামগ্রী, শাওয়ালদের বিশেষ ধরনের মাথার টুপি এবং বাংলায় লেখা অতিপ্রাচীন মহাস্থানগড় শিলালেখের ধ্বংসাবশেষ ৷

তবে, এই ধরনের দুষ্প্রাপ্য জিনিস বেশিদিন সংগ্রহশালার বাইরে রাখলে নিরাপত্তা সম্পর্কিত সমস্যা হতে পারে ৷ তাই মাত্র তিনদিনের জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু, পরে তা 29 মে পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ দর্শকদের জন্য প্রদর্শনীর সময়ও বাড়ানো হয়েছে ৷ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘর ৷ এই প্রদর্শনীতে বিনামূল্যে দেখানো হচ্ছে ৷

ভারতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে মুঘল সাম্রাজ্যের দুষ্প্রাপ্য মূল্যবান সামগ্রী

আরও পড়ুন : কোচবিহারে রাষ্ট্রীয় মহোৎসবে বাধা বরদাস্ত নয়, বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতীয় জাদুঘরের শিক্ষা অধিকর্তা সায়ন ভট্টাচার্য বলেন, ‘‘কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় থাকা জাদুঘরগুলি আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে সপ্তাহ ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে ৷ সেইমত এখানে সারা সপ্তাহ ধরেই প্রদর্শনীর পাশাপাশি চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও ৷ এবার আন্তর্জাতিক সংগ্রহশালা সপ্তাহের মূল ভাবনা হল ‘পাওয়ার অফ মিউজিয়াম’ ৷ সে জন্য জাদুঘরের নানা দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শিত হচ্ছে ৷ যেই সামগ্রীগুলো প্রদর্শিত হচ্ছে সেগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস ৷ তাই এই জিনিসগুলি চাক্ষুষ করে সাধারণ মানুষ সেই বৃহৎ ইতিহাসের কিছুটা হয়তো জানতে পারবেন ৷’’

তিনি জানান, ‘‘আমাদের সংগ্রহশালার থেকে মাত্র কিছু জিনিস দেখানো হচ্ছে ৷ নিরাপত্তার কারণে আগে এই দুষ্প্রাপ্য জিনিসগুলি নিয়ে কখনও প্রদর্শনী করা যায়নি ৷ তবে, এখন নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করা হয়েছে ৷ লকডাউনের সময় থেকেই কেন্দ্রীয় বাহিনী মিউজিয়াম চত্বরের নিরাপত্তায় রয়েছে ৷ পাশাপাশি সবক’টি সংগ্রহ রয়েছে সিসিটিভি-র নজরদারিতে ৷’’

ভারতীয় জাদুঘরের পুরাতত্ত্ব বিভাগের সেকশন ইনচার্জ সত্যকাম সেন বলেন, ‘‘এই বিভাগে এমন কিছু জিনিস রয়েছে যা দেখলে তাক লেগে যাবে ৷ সেই সংগ্রহ থেকে কিছু মাত্র জিনিস প্রদর্শন করা হচ্ছে ৷ এখানে শাহজাহানের আমলের জিনিস যেমন রয়েছে, তেমনই মহাস্থানগড়ের প্রস্তর লিপিও রয়েছে ৷ অষ্টাদশ শতকের আরও একটি শিলালিপি পাওয়া গিয়েছে বারাসতের অদূরে সাইবনা থেকে ৷ যাতে সিরাজদৌল্লার কলকাতা আক্রমণের উল্লেখ রয়েছে ৷"

Last Updated : May 23, 2022, 6:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details