কলকাতা, 22 মে : আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষ্যে ভারতীয় জাদুঘরের সংগ্রহশালা থেকে জনসমক্ষে আনা হল বেশ কিছু দুষ্প্রাপ্য ঐতিহাসিক নিদর্শন (Rare Valuables are Display in Indian Museums) ৷ যার মধ্যে অন্যতম সম্রাট শাহজাহানের রত্নখচিত সুরাপাত্র এবং বাদশা জাহাঙ্গীরের রাজত্বকালের স্বর্ণমুদ্রা-সহ আরও একাধিক নিদর্শন ৷ ভারতীয় ইতিহাসের এমন বহু নিদর্শনের প্রদর্শনী হচ্ছে পার্কস্ট্রিটের ভারতীয় জাদুঘরে ৷
সম্রাট আকবর কিংবা বাদশা জাহাঙ্গীরের সময় কেমন ছিল স্বর্ণমুদ্রা ? কিংবা সম্রাট শাজাহানের সুরাপাত্রটি ঠিক কী রঙের ছিল ? বা তা দেখতেই বা কেমন ? সেই সব জানতে এবং দেখতে পারবে সাধারণ মানুষ (Rare Valuables of The Mughal Empire) ৷ ইতিহাস ও প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহী মানুষদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলে জানাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ ৷ সম্রাট শাহজাহানের সুরাপাত্রে চুনি ও পান্না খচিত রয়েছে ৷ শাহজাহানের পান্নার আংটিও সেখানে রাখা রয়েছে ৷ সেটি দেখার উৎসাহ দেখা গেল সাধারণ মানুষের মধ্যে ৷
এই প্রদর্শনীতে সাহিত্যকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব বিভাগের 50টির বেশি দুষ্প্রাপ্য জিনিস রাখা হয়েছে ৷ যা আগে কখনও প্রদর্শনীতে রাখা হয়নি ৷ শাহজাহান ও জাহাঙ্গীরের রাজত্বকালের মূল্যবান জিনিস ছাড়াও, এখানে প্রদর্শিত হয়েছে দুর্মূল্য হাতির দাঁতের সামগ্রী, শাওয়ালদের বিশেষ ধরনের মাথার টুপি এবং বাংলায় লেখা অতিপ্রাচীন মহাস্থানগড় শিলালেখের ধ্বংসাবশেষ ৷
তবে, এই ধরনের দুষ্প্রাপ্য জিনিস বেশিদিন সংগ্রহশালার বাইরে রাখলে নিরাপত্তা সম্পর্কিত সমস্যা হতে পারে ৷ তাই মাত্র তিনদিনের জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু, পরে তা 29 মে পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ দর্শকদের জন্য প্রদর্শনীর সময়ও বাড়ানো হয়েছে ৷ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘর ৷ এই প্রদর্শনীতে বিনামূল্যে দেখানো হচ্ছে ৷