কলকাতা, 27 অক্টোবর:কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)-সহ তিন বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের (Rape Case) অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী শুক্রবার ৷ ওই দিন আদালতের দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হবে বলে জানাল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
25 অক্টোবর সুপ্রিম কোর্টে মামলার শুনানির পর শীর্ষ আদালত নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই ধরনের আগাম জামিন সংক্রান্ত মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানি করতে পারে বা যে অন্তর্বর্তী জামিন রয়েছে তার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিতে পারে ৷ সুপ্রিম কোর্ট ওই দিন মামলাটির নিষ্পত্তি করেনি । আজ হাইকোর্টে যখন মামলাটি শুনানির জন্য ওঠে, তখন সব পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেন । পাশাপাশি রাজ্যের তরফে উল্লেখ করা হয়, এই মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । ফলে এই মামলার তদন্ত সময়সাপেক্ষ ।
যদিও নির্যাতিতার তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আগের দিনের মতো আজও অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, "সুপ্রিম কোর্ট অভিযুক্তদের বক্তব্য গ্রহণ করেনি । হাইকোর্টের এই মামলা গ্রহণ করার জন্য ক্ষমা চাওয়া উচিত সাধারণ মানুষের কাছে । কারণ নবমীর দিন ছুটির মধ্যে এই মামলার শুনানির জন্য আদালত গ্রহণ করেছে শুধুমাত্র এরা প্রভাবশালী বলে । আর যিনি নির্যাতিতা, তাঁকে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য।"
আরও পড়ুন:Alapan Bandyopadhyay : আলাপনকে হুমকি চিঠি, রাজাবাজার সায়েন্স কলেজের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ