কলকাতা, 21 জুলাই : রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসের মঞ্চ থেকে বেঁফাস মন্তব্য করে বিতর্ক তৈরি করল ঘাসফুল শিবির ৷ যা নিয়ে পালটা সমালোচনার মুখে পড়তে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে (TMC Chief Mamata Banerjee) ৷ তৃণমূল (Trinamool Congress) নেত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে তোপ দেগেছেন বিজেপি (BJP) নেতা রাজর্ষি লাহিড়ী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বৃহস্পতিবার ধর্মতলায় শহিদ দিবসের (TMCs 21 July Rally) মঞ্চ থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্লোগানের প্রথম অংশ তিনি বলছিলেন ৷ আর শেষের অংশে তৃণমূল উচ্চারণ করে গলা মেলাচ্ছিলেন কর্মীরা ৷
এভাবে চলতে চলতে হঠাৎ মমতা বলেন, রামকৃষ্ণ ৷ তখন মঞ্চ থেকেই কেউ একজন বলে ওঠেন, তৃণমূল ৷ সঙ্গে সঙ্গে মমতা অবশ্য থামিয়ে দেন স্লোগান দেওয়া ৷ বিষয়টি ভুল হয়ে গিয়েছে বুঝতে পেরে রামকৃষ্ণ দেখানো পথে চলার বার্তা দেন তিনি ৷ মমতা বলেন, ‘‘রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি ৷’’
যদিও এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে সময় বিশেষ লাগেনি ৷ সোশ্যাল মিডিয়ায় ওই অংশের ভিডিয়ো পোস্ট করে অনেকেই কটাক্ষ করতে শুরু করেন ৷ সুযোগ বুঝে আসরে নামে বিরোধীরা ৷