পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ramkrishna Controversy in 21 July: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

বৃহস্পতিবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে স্লোগান দেওয়ার সময় বেফাঁস মন্তব্য করা হয় তৃণমূলের তরফে ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) দলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা ৷

Ramakrishna Trinamool earns wrath from opposition
Ramkrishna Controversy in 21 July: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

By

Published : Jul 21, 2022, 6:05 PM IST

কলকাতা, 21 জুলাই : রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসের মঞ্চ থেকে বেঁফাস মন্তব্য করে বিতর্ক তৈরি করল ঘাসফুল শিবির ৷ যা নিয়ে পালটা সমালোচনার মুখে পড়তে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে (TMC Chief Mamata Banerjee) ৷ তৃণমূল (Trinamool Congress) নেত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে তোপ দেগেছেন বিজেপি (BJP) নেতা রাজর্ষি লাহিড়ী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বৃহস্পতিবার ধর্মতলায় শহিদ দিবসের (TMCs 21 July Rally) মঞ্চ থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্লোগানের প্রথম অংশ তিনি বলছিলেন ৷ আর শেষের অংশে তৃণমূল উচ্চারণ করে গলা মেলাচ্ছিলেন কর্মীরা ৷

এভাবে চলতে চলতে হঠাৎ মমতা বলেন, রামকৃষ্ণ ৷ তখন মঞ্চ থেকেই কেউ একজন বলে ওঠেন, তৃণমূল ৷ সঙ্গে সঙ্গে মমতা অবশ্য থামিয়ে দেন স্লোগান দেওয়া ৷ বিষয়টি ভুল হয়ে গিয়েছে বুঝতে পেরে রামকৃষ্ণ দেখানো পথে চলার বার্তা দেন তিনি ৷ মমতা বলেন, ‘‘রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি ৷’’

যদিও এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে সময় বিশেষ লাগেনি ৷ সোশ্যাল মিডিয়ায় ওই অংশের ভিডিয়ো পোস্ট করে অনেকেই কটাক্ষ করতে শুরু করেন ৷ সুযোগ বুঝে আসরে নামে বিরোধীরা ৷

এই নিয়ে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী বলেন, "সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) মা কালী সম্বন্ধে যে কথা বলেছিলেন, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে । নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছেন । শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগিনী নিবেদিতা এবং রানী রাসমনির সঙ্গেও তুলনা করা হয়েছে । আসলে উনি চাটুকারিতা পছন্দ করেন । তাই কারও বিরুদ্ধে তিনি কোনও পদক্ষেপ করেননি ।’’

তিনি আরও বলেন, ‘‘তাই সেই আত্ম-অভিমানে ভুগতে ভুগতে উনি নিজেই শ্রী রামকৃষ্ণ পরমহংসকে তৃণমূল দলের অন্তর্গত করে ফেলেছেন ।’’ এই নিয়ে বিতর্ক তৈরি হতে পারে মনে করে মমতা যে পরে বিষয়টি সামলে নিয়েছেন, সেটাও উল্লেখ করেছেন রাজর্ষি ৷

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা । কেন রামকৃষ্ণকে তৃণমূল বললেন আমি জানি না । হয়তো মাটি, বালি পাচারে টাকার সঙ্গে গুলিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী । তাই রামকৃষ্ণকে তৃণমূল বলে ফেললেন ।"

আরও পড়ুন :TMC 21 July Rally: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

ABOUT THE AUTHOR

...view details