কলকাতা, 5 সেপ্টেম্বর : নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা সহ আরও কয়েক দফা দাবি নিয়ে আজ ফের পথে নামলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । তাঁদের পরিকল্পনা ছিল, শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবেন । কিন্তু, মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে মৌলালির কাছে আসতেই তা আটকে দেয় পুলিশ । চাকরিপ্রার্থীদের পুলিশের তরফে বলা হয়, আজ ধর্মতলায় অনেক মিছিল আছে । তাই ধর্মতলায় যেতে দেওয়া যাবে না । পরিবর্তে তাঁদের রামলীলা ময়দানে গিয়ে বসতে বলে পুলিশ । কোনও উপায় না থাকায় শেষ পর্যন্ত রামলীলা ময়দানেই যেতে বাধ্য হন চাকরিপ্রার্থীরা ।
আজকের কর্মসূচি নিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে অতনু ঘোষ বলেন, " উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয়েছে । মিছিল শেষে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে । বিগত পাঁচ বছর ধরে উচ্চ প্রাথমিকের যে দুরাবস্থা চলছে সেই বিষয়ে রাজ্যপালকে অবগত করার জন্যই এই মিছিল । 2014 সালে উচ্চ প্রাথমিকের ফর্ম ফিল আপ হয় । 2015 সালে পরীক্ষা হয় । 2016 সালে পুনরায় ইন্টারভিউয়ের জন্য আবেদন করি আমরা । 2017 সালে আমাদের প্রথম ভেরিফিকেশনের তালিকা প্রকাশ হয় । এটা 2019 সাল । ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে । তারপরেও একের পর এক বাহানা দিয়ে আমাদের ইন্টারভিউ পিছিয়ে যাচ্ছে । পুজোর আগে-পুজোর পর, ভোটের আগে-ভোটের পর, এরকম বাহানা শুনতে শুনতে আমরা ক্লান্ত । তাই আমরা শিক্ষক দিবসের দিনে সরকারের কাছে দাবি জানাই, এই পুজোর আগেই আমাদের নিয়োগ করা হোক । রেশিও মেনটেন করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্যানেল চাই আমরা । এই প্যানেল যেন PDF আকারে নম্বরসহ ওয়েবসাইটে দেওয়া হয় । এ ব্যাপারে আজ রাজ্যপালকে জানানো হবে । আশা করি রাজ্যপাল মহাশয় এ ব্যাপারে সরকারকে অবহিত করবেন, তাঁরা যাতে গেজেট অনুসারে সমস্ত নিয়ম মেনে আমাদের দ্রুত নিয়োগ দেয় ।"