কলকাতা, 1 মার্চ : মাদক কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিংকে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ ৷ সোমবার আলিপুর আদালতে এই অভিযোগ করেন রাকেশ সিংয়ের আইনজীবী ফ্রান্সিস সামসুর ৷ তাঁর দাবি, পুলিশের অত্য়াচারে অজ্ঞান হয়ে যান রাকেশ ৷ আদালতে সেই সংক্রান্ত ডাক্তারি নথিও পেশ করেছেন তাঁরা ৷
রাকেশের আইনজীবীর দাবি, কোকেন পাচারের সঙ্গে কোনও যোগ নেই তাঁর মক্কেলের ৷ তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে ৷ রাকেশের মুখ থেকে জোর করে দোষ কবুল করাতে তাঁকে মারধর করা হচ্ছে ৷ এমনকি মারের চোটে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন বলে দাবি ফ্রান্সিসের ৷ ঘটনা প্রমাণ করতে রাকেশের শারীরিক পরীক্ষা করান তাঁর আইনজীবী ৷ পরে সেই নথি আদালতে জমা দেওয়া হয় ৷ একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন তিনি ৷ দাবি তুলেছেন কড়া পদক্ষেপের ৷