পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নীতিগত বিরোধের জেরে দলত্যাগ করতে পারেন, রাজীব প্রসঙ্গে শোভনদেব - রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া

রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "এটা রাজীবের নিজস্ব সিদ্ধান্ত । দলের সঙ্গে যখন নীতিগত বিরোধ হয় তখনই একমাত্র মানুষ দলত্যাগ করেন ।"

রাজীব মন্ত্রিত্ব ছাড়ার আগে পার্থর সঙ্গে আলোচনা করেছিল, বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
রাজীব মন্ত্রিত্ব ছাড়ার আগে পার্থর সঙ্গে আলোচনা করেছিল, বললেন শোভনদেব চট্টোপাধ্যায়

By

Published : Jan 22, 2021, 7:04 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : মন্ত্রিত্ব থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সিদ্ধান্ত । নীতিগত বিরোধও আর একটি কারণ হতে পারে । তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অন্তত তেমনটাই মত ।

রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে রীতিমতো চাপের মধ্যে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । তাঁর ইস্তফা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "কে থাকবে কে থাকবে না একান্ত তাঁর ব্যক্তিগত ব্যাপার । দলের সঙ্গে যখন নীতিগত বিরোধ হয় তখনই একমাত্র মানুষ দলত্যাগ করেন । তা না হলে দল ছাড়ার কোনও কারণ নেই । এক্ষেত্রে কী কারণের জন্য ছাড়ল জানি না । যদি বলে নীতিগত কারণে ছেড়েছি তাহলে কিছু বলার নেই । যদি আর কোনও সমস্যার কথা বলে তাহলে তা মেটানোর সুযোগ রয়েছে ।"

আরও পড়ুন :মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

মন্ত্রিত্ব ছাড়লেও রাজীব বন্দ্যোপাধ্যায় দলে থাকবে বলে এখনও আশাবাদী তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা । এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, "লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছেড়েছে, কিন্তু দল ছাড়েননি । তিনি বিধায়ক আছেন । রাজীব এক্ষেত্রে কি করতে চাইছেন বলতে পারব না । এটা রাজীবের নিজস্ব সিদ্ধান্ত ।"

আগে একাধিকবার তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সেই সময় তাঁর পদত্যাগের বিষয়টি হয়ত আলোচনায় উঠে আসতে পারে । শোভনদেব এই প্রসঙ্গে বলেন, "পার্থর সঙ্গে হয়ত আলোচনা করে থাকতে পারে । তবে রাজীব কী করতে চাইছে বুঝতে পারছি না ।"

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details