কলকাতা, ২২ জানুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর কেঁদে ফেললেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ রাজভবনের সামনে চোখের জল মুছতে মুছতেই মন্ত্রিসভা থেকে বিদায় নেন তিনি ৷ তার আগে অবশ্য সাংবাদিকদের সামনে জানিয়ে দিয়েছেন তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ৷ তাঁর দাবি, আহত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷
আজ নিজের ফেসবুক পেজে প্রথমে মন্ত্রিসভা থেকে ইস্তফার খবর দেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন । তার পর তিনি চলে আসেন রাজভবনে ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাতেও তুলে দেন পদত্যাগপত্র ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷
রাজভবন থেকে বেরিয়ে কী বললেন রাজীব ? সেখানে তিনি বলেন, সেচমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ সফর সেরে ফিরে তৃণমূল ভবনে তিনি যখন কর্মীদের সঙ্গে কথা বলছেন, তখন টিভিতে ব্রেকিং নিউজ় হিসেবে দেখতে পান যে তাঁর দপ্তর বদল করা হল ৷ আর এখানেই তিনি আঘাত পেয়েছেন ৷ বলেন, "আমাকে না জানিয়ে দপ্তর বদল করা হয়েছিল। আমি আহত হয়েছিলাম। আহত না হলে এমন সিদ্ধান্ত নিতাম না।"
এই বিষয়ে তিনি সরাসরি উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ৷ তাঁর বক্তব্য, দপ্তর বদলে দেওয়ায় তিনি কিছু মনে করেননি ৷ সেটা হতেই পারে ৷ কিন্তু একজন সতীর্থ হিসেবে তাঁকে আগে জানাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, সেই সময় তিনি মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিরস্ত করেন ৷
কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অভিমান সেই সময় থেকেই জমছে বলে এদিন জানান তিনি ৷ বলেন, ‘‘গত আড়াই বছর ধরে দলের প্রতি আমার অভিমান রয়েছে। ন্যূনতম সৌজন্য পাইনি।’’ আর এর পর থেকে সময় যত এগিয়েছে, ততই দলের প্রতি অভিমান বেড়েছে ৷ তার উপর তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ৷ তাতেও তিনি আহত হয়েছেন৷
আরও পড়ুন :মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়
আর সেই কথা বলতে বলতেই রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। সকলের সামনে কেঁদে ফেলেন তিনি ৷ চোখের জল মুছে তিনি বলেন, "আহত না হলে এমন সিদ্ধান্ত নিতাম না।" কিন্তু তিনি কি অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন? তা স্পষ্ট করেননি। বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।