পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Forecast : নিম্নচাপের দৌলতে মাটি হতে পারে অষ্টমী, দক্ষিণবঙ্গে দশমী পর্যন্ত বর্ষণ

অষ্টমীতেই বৃষ্টির কোপে পড়তে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত ৷ তবে বৃষ্টি চললেও, আপাতত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ নেই ৷

southern-parts-of-bengal-may-see-moderate-rainfall-onwards-wednesday-eveing-during
পুজোয় নিম্নচাপের ভ্রূকুটি

By

Published : Oct 13, 2021, 11:24 AM IST

কলকাতা, 13 অক্টোবর : উৎসবের আবহে নিম্নচাপের ভ্রূকুটি ৷ পুজোয় বৃষ্টি হতে পারে বলে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর ৷ সেই মতোই বুধবার, মহা অষ্টমীর সকাল থেকে আকাশের মুখ ভার ৷ শহর কলকাতার প্রায় সর্বত্রই আকাশ আংশিক মেঘলা ৷ বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে অষ্টমীর সন্ধ্যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঢুঁ মারার আনন্দ মাটি হতে পারে ।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি বলে জানিয়েছে আবহাওয়া দফতর । জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ ওড়িশা এবং অন্তরা উপকূলের দিকে এগোব । শুক্রবার নাগাদ এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে ।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাজ্য থেকে বর্ষার বিদায়পর্ব আগেই শুরু হয়ে গিয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর এবং শিলিগুড়ি থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বাংলা থেকেও ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা ।

আরও পড়ুন: Puja Parikrama : 82তম বর্ষে ঐতিহ্যময় আহিরীটোলা সর্বজনীনের থিম 'সংকল্প'

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি নদীর উপকূল অঞ্চল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী তিন দিন ধরে বৃষ্টি চলতে পারে । তবে একটানা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । বরং বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে ।

এমনিতে অষ্টমীর সন্ধ্যা থেকেই বিষাদের সুর বাজতে থাকে মনে । কারণ একদিন পরই কৈলাসে ফিরে যাবে উমা । বৃষ্টির সম্ভাবনা সেই মন খারাপ আরও খানিকটা বাড়িয়ে দিল যেন । আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীর সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে , যা চলবে দশমীর দিন পর্যন্ত ।

অন্যান্য জেলাগুলিতে যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা কম । উত্তরবঙ্গে বৃহস্পতিবার, নবমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে । কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও, আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । শুক্রবার, দশমীর দিন মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার এবং সোমবার সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Puja Parikrama : বুর্জ খলিফা দেখতে ভিড় শ্রীভূমিতে, পাইলটদের আপত্তিতে নিভল আলো

বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিলেও, গরমের হাত থেকে আপাতত স্বস্তি নেই ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 97 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details