কলকাতা, 22 জুলাই : আগামিকাল বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । সেই নিম্নচাপের প্রভাবেই আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের জেরে 26 জুলাই নাগাদ দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে । 26 থেকে 28 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হবে । সেই সঙ্গেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে ৷ তাই সারাদিন আদ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ ।