কলকাতা, 23 জানুয়ারি :মাঘের আগমনে এমনিতেই শীত বিদায়ের সুর বাজে । তবে এবার যেন শীতের পুরো ইনিংসটা ধারাবাহিকতার অভাবে ভরা । আশা জাগিয়ে শুরু করে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় দিগভ্রষ্ট হয়েছে ঠাণ্ডা । ফলে বলাই যায় এবারের শীতকালে বৃষ্টির পৌষমাস, ঠান্ডার সর্বনাশ । মাঘের প্রথম সপ্তাহের শেষ থেকেই ঠান্ডার ছন্দে আবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি (West Bengal Weather Update)।
রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । 25 জানুয়ারি কলকাতা, হাওড়া, দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে । মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হবে 26 জানুয়ারি । তবে উপকূলের কাছাকাছি দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । রাতের তাপমাত্রায় আগামী চারদিন কোনও পরিবর্তন হবে না । বৃষ্টি কমার পর তাপমাত্রাও ফের কমতে শুরু করবে (Bengal Weather News) ।
আলিপুর হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার এবং সোমবার বৃষ্টির প্রভাব বেশি থাকবে । এই দু'দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দুই এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ।"