কলকাতা, 21 জুলাই : আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি থাকবে ৷
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 23 জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপের জেরে পরবর্তী দু'দিন পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ৷ আগামী 26 জুলাই নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে । 26, 27 এবং 28 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে । নিম্নচাপ তৈরি হলে লাগাতার বৃষ্টি চলবে । ফলে তাপমাত্রা কিছুটা কমবে ।