কলকাতা, 4 ফেব্রুয়ারি : বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের । দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার কলকাতায় রয়েছে শীতের আমেজ ৷ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল । আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা । উত্তরের হাওয়ার দাপট কিছুটা কমবে ।
বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ওই ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । রাজ্যজুড়ে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে ।