কলকাতা, 19 নভেম্বর : শীতের দেখা নেই বরং বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । শীতের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্য়বাসীকে । ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হচ্ছে শীতের আমেজ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীতের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ এখনই জাঁকিয়ে শীত এর কোনও সম্ভাবনা নেই । আগামী কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি । আবহাওয়াবিদদের অনুমান, আগামী সপ্তাহের আগে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নামার সম্ভাবনা নেই। আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দু'এক জায়গায়। আগামী 24 ঘণ্টায় কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের 5 জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মূলত আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থকেে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 45 শতাংশ ছিল । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দু'এক জায়গায়। আগামী 24 ঘণ্টায় কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের 5 জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
কাশ্মীর উপত্যকায় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় তাপমাত্রার পতন ঘটে ও শীতের আমেজ এসেছিল । আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে । এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের আবারো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে বিহার ও বাংলায় আগামী কয়েক দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি থাকবে।