কলকাতা, 9 ফেব্রুয়ারি :ধীরে ধীরে কমছে শীতের কামড় ৷ দিনে গরম রাতে ঠান্ডার শিরশিরানির যে পূর্বাভাস ছিল এখন তা ক্রমেই হারাতে বসেছে ৷ ফলে একটা মোটা জামাতেই বেলাশেষের মাঘের শীত সামাল দেওয়া যাচ্ছে ।
হাওয়া অফিস বলছে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টিতে ভেজার অস্বস্তি সামলাতে হতে পারে রাজ্যবাসীকে। তারপর ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে এবং বিদায় নেবে শীত । মঙ্গলবার রাতের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকর চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি ।
বুধবার কুয়াশা মাখা ভোর এবং রৌদ্রোজ্জ্বল দিনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Bengals Weather Forecast)। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 এবং 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সিকিমে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে । তবে এই বৃষ্টির পর আর নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রের খবর । তাই আপাতত ঠান্ডার হালকা আমেজ এবং দিনের বেলা গরমের অনুভূতিতে বসন্তকে স্বাগত জানানোর অপেক্ষা ।
আরও পড়ুন :ETV Bharat Horoscope for 9th February : কারও আজ প্রেমে উন্নতি তো কারও ব্যবসায়, আপনার ভাগ্যে কী রয়েছে ?