কলকাতা, 17 সেপ্টেম্বর:হালকা মাঝারি বৃষ্টির ভ্রুকুটি নিয়ে বিশ্বকর্মা পূজোর দিনটি কাটবে (West Bengal Weather Forecast)। উৎসবের প্রথম পর্বে আবহাওয়ার এই পূর্বাভাস অস্বস্তির কারণ সকলের কাছে। উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই সময় রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে মেঘলা আকাশ । বাড়ছে বৃষ্টির আশঙ্কা । দুয়ারে যে নিম্নচাপ এসে হাজির তা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ।
আলিপুর আবহওয়া দপ্তরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, “নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে । তাছাড়া মৌসুমী অক্ষরেখা পাটনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। আর তাই দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Regional Meteorological Centre Kolkata)। এই নিম্নচাপটি উত্তরপ্রদেশ থেকে ক্রমেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। তার জেরে আগামী 48 ঘন্টা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”