কলকাতা, 17 অক্টোবর : কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হবে না জানানো হয়েছে।
কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা
আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরাগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগ নেই । এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে ।
14 অক্টোবর কলকাতা থেকে বর্ষা বিদায় নিয়েছে । আর গতকাল গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে । এখন পূর্ব দিক থেকে যে হাওয়া আসছে তার মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । এর ফলে স্থলভাগের উপর ছোট ছোট মেঘ তৈরি হচ্ছে । যার জেরে আজ কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ 24 পরাগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগ নেই । এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে ।
কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস।