কলকাতা, 11 মার্চ: ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার ও শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং মালদাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শুক্র ও শনিবার ৷
শুক্র ও শনি বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে - রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবের হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বৃষ্টির মেঘ। এর ফলেই আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে। তবে বৃষ্টি বাড়বে শুক্র ও শনিবার।
হাওয়া অফিস জানাচ্ছে, জম্মু-কাশ্মীর হয়ে পশ্চিমের রাজ্যগুলিতে পৌঁছেছে পশ্চিমী ঝঞ্ঝা। এই মুহূর্তে যা উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবের হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বৃষ্টির মেঘ। এর ফলেই আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে।
এদিকে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96 শতাংশ ও সর্বনিম্ন 36 শতাংশ।