কলকাতা, 28 এপ্রিল : ভরা বৈশাখির সকালে কলকাতায় ঝেঁপে বৃষ্টি ৷ আজ কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ সেইমতো সকাল 11টা নাগাদ ঝেঁপে বৃষ্টি আসে ৷ দক্ষিণবঙ্গের ন'টি জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে । বৃষ্টির সময় ঝড়ো হাওয়ার গতিবেগ 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে । সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এপ্রিলের শেষেও কলকাতা ও আশপাশের অঞ্চলের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি ৷ আজ সকাল থেকে আকাশের মুখ ভার ৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল, কলকাতাসহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ আজ সকাল 11টা নাগাদ বৃষ্টি শুরু হয় ৷ পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে ৷ আগামী 48 ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে ৷ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে । আগামী তিন-চারদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।