পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সল্টলেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী - east west metro

চলতি মাসের 13 তারিখ শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার প্রথম পর্যায় । এই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল । উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ বাবুল সুপ্রিয়কে । মেট্রোর কাজের শেষ প্রস্তুতি দেখে গেলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী ।

east west metro
মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী

By

Published : Feb 5, 2020, 10:43 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । সল্টলেক সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিকেল পর্যন্ত প্রথম ধাপের ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার কাজের শেষ ধাপের প্রস্তুতি চলছে । তার আগে বুধবার শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন মেট্রো রেলের জেনেরাল ম্যানেজার মনোজ যোশী । উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ বাবুল সুপ্রিয়কে ।

মনোজ যোশী জানান, প্রথম ধাপে সল্টলেকে ছ'টি স্টেশনের মধ্যে পাঁচটি স্টেশনের মধ্যে চলাচল করবে মেট্রো রেল । সল্টলেক সেক্টর ফাইভ, করুনাময়ী, সিটি সেন্টার, বিকাশ ভবন, সল্টলেক স্টেডিয়াম হয়ে বেঙ্গল কেমিকেল পর্যন্ত দৌড়াবে মেট্রো । দ্বিতীয় ধাপে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে । মাস তিনেকের মধ্যেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করা সম্ভব হবে বলে মনে করছেন রেলের আধিকারিকরা । সেখানে ক্রসওভার তৈরি করা হচ্ছে । ফুলবাগানের পরেই মেট্রো ঢুকে যাবে সুরঙ্গপথে । ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করলে মেট্রো লাভজনক হবে । কারণ, সল্টলেকে মেট্রো চলাচল করলে যতটা যাত্রী পাওয়া যাবে তার থেকে আরও বেশি যাত্রী পাওয়া যাবে যদি মেট্রো পরিষেবাকে ফুলবাগান পর্যন্ত জুড়ে দেওয়া যায় ।

জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই রেলের সেফটি কমিশনার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প পরিদর্শনে আসবেন । তাঁর পরিদর্শনের উপরই নির্ভর করছে ফুলবাগান পর্যন্ত মেট্রো কত দ্রুত শুরু করা সম্ভব হবে ।

প্রায় 3 হাজার কোটি টাকা ব্যয় করে সল্টলেক থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ হয়েছে । চলতি মাসের 13 তারিখ শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার প্রথম পর্যায় ।

ABOUT THE AUTHOR

...view details