কলকাতা, 28 জুন : মুকুলের ইস্তফাতেও কৌশল বদলাচ্ছে না তৃণমূলের (Trinamool Congress) । মুকুলের পথ ধরেই এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী (MLA Krishna Kalyani) । রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর মিলেছে ।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) টিকিটে জেতার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে । তবে রাজ্য বিধানসভায় তাঁর পরিচয় তিনি এখনও বিজেপি বিধায়ক হিসেবে । সূত্রের খবর, মুকুল রায়ের (Mukul Roy) ইস্তফার পর তৃণমূলের থাকা এই বিজেপি বিধায়কের উপরই এইবার পড়তে চলেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ।
খাতায়-কলমে মুকুলের ইস্তফার কথা প্রকাশ্যে আসার পর যে আশংকা প্রকাশ করেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, তাই কার্যত সত্যি হতে চলেছে । মুকুলের প্রস্থানের পর সেই পথ ধরেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে আসতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক ।