পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PAC Chairman: কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান - পাবলিক অ্যাকাউন্টস কমিটি

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Raiganj MLA Krishna Kalyani) ৷ তিনি জিতেছেন বিজেপির টিকিটে ৷ পরে যোগ দেন তৃণমূলে ৷ কিন্তু বিধানসভায় খাতায়কলমে এখনও তিনি বিজেপি বিধায়ক ৷ ফলে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান করে সরকারিভাবে বিরোধী বিধায়ককেই ওই পদ দেওয়া হল (Raiganj MLA Krishna Kalyani becomes PAC Chairman in Bengal Assembly) ৷

Raiganj MLA Krishna Kalyani becomes PAC Chairman in Bengal Assembly
PAC Chairman: কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান

By

Published : Jul 4, 2022, 9:30 PM IST

কলকাতা, 4 জুলাই : তিনি যে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান হচ্ছেন, তা পূর্বনির্ধারিত ছিল আগেই । ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা । সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভার তরফে জানিয়ে দেওয়া হল পরবর্তী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Raiganj MLA Krishna Kalyani) । বিজেপির (BJP) টিকিটে নির্বাচনে জিতলেও এই মুহূর্তে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বহু যোজনের । কয়েকদিন আগেই শিবির বদল করে তিনি যোগ দিয়েছেন তৃণমূলে (Trinamool Congress) ।

সোমবার সেই দলবদলু নেতার কাঁধেই পড়ল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব । পিএসি চেয়ারম্যান (PAC Chairman) পদে সাধারণত বসেন বিরোধী দলের কোনও ব্যক্তি । সেদিক থেকে সাপও মরলো, আর লাঠিও ভাঙলো না । অর্থাৎ নামে বিরোধী দলকে পদ দেওয়া হলেও, তার দখল থাকল তৃণমূলের হাতেই ।

মুকুল রায় (Mukul Roy) ইস্তফা দেওয়ার পরেই পিএসি চেয়ারম্যান পদের জন্য নাম প্রস্তাব করা হয়েছিল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর । তারপরে সোমবার সেই পদে আনুষ্ঠানিক ভাবে বসলেন রায়গঞ্জের বিধায়ক (Raiganj MLA Krishna Kalyani becomes PAC Chairman in Bengal Assembly) । আর এতে বেশ বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির । কারণ, বিজেপি শিবিরের বিধায়ক হলেও কৃষ্ণ কল্যাণী গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ নেতা । মনে করা হচ্ছে, সেই বিক্ষুব্ধ নেতার হাতে দায়িত্ব দিয়ে আসলে তৃণমূল বিজেপিকেই চাপে রাখল ।

নতুন দায়িত্ব পাওয়ার পর কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, তিনি নিষ্ঠার সঙ্গেই এই গুরু দায়িত্ব পালন করবেন । রায়গঞ্জের বিধায়ক বলেছেন, ‘‘ভালো লাগছে । খুব বড় দায়িত্ব । এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল । আমায় ভালো করে সব বুঝে নিয়ে এই পদের মর্যাদাকে অক্ষুন্ন রেখে আরও ভালোভাবে কাজ করতে হবে । আজ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে আমাকে । যে সমস্ত পাবলিক অ্যাকাউন্টস রয়েছে, সেগুলো ভালো করে নজরদারি করার দায়িত্বই হচ্ছে এই পদের । এই কাজ আমি ভালো করে নিজে দায়িত্ব নিয়ে আগামী দিনে করতে চাই ।’’

আরও পড়ুন :Krishna Kalyani: মুকুলের বদলি কৃষ্ণ কল্যাণী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details