পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 16, 2020, 5:02 PM IST

Updated : Apr 16, 2020, 7:49 PM IST

ETV Bharat / city

লকডাউনে রাজ্যে আধাসেনা নামানোর দাবি রাহুল সিনহার

আগেই আধাসেনা মোতায়েনের কথা শোনা গেছে রাজ্যপালের গলায় । এবার একই দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা ।

during corona Rahul Sinha urged for para military in west bengal
রাহুল সিনহা

কলকাতা, 16 এপ্রিল : কোরোনা মোকাবিলায় অবিলম্বে কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় আধাসেনা নামানোর আবেদন জানালেন BJP নেতা রাহুল সিনহা । রাজ্যপাল জগদীপ ধনকড়ের আধাসেনা নামানোর দাবিকে সমর্থন জানান তিনি ৷

কোরোনার সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ কিন্তু রাজ্যের কয়েকটি জায়গায় লকডাউন অমান্য করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিল রাজ্য BJP ৷ এবার দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা আধাসেনা নামানোর আবেদন জানালেন ৷ রাজ্যে কোরোনার সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘কোরোনা আমাদের রাজ্যে তৃতীয় পর্যায়ে পৌঁছেছে । তাই আপনাদের সাবধান হওয়ার আবেদন জানাতে চাই । যদি পরিসংখ্যান দেখেন, তা হলে ভারতের মতো বিদেশেও প্রথমে কম সংখ্যক ছিল । কোরোনার সংখ্যা ধীর গতিতে বাড়ছিল । তাই তৃতীয় স্টেজে সর্তকতা অবলম্বন করা দরকার । লকডাউন আমরা সম্পূর্ণভাবে পালন করছি । প্রধানমন্ত্রীর নির্দশে আমরা লকডাউনকে গুরুত্ব দিচ্ছি । কিন্তু কিছু জায়গায় মানুষ আসল ব্যাপারটা বুঝতে পারছে না । নিজের সঙ্গে পরিবারের বিপদ ডেকে আনছে । পাশাপাশি সমাজ ও রাষ্ট্রেরও বিপদ ডেকে আনছে ।’’

রাজ্যপাল জগদীপ ধনকড়ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আধাসেনা মোতায়েনের কথা বলেছিলেন । রাহুলবাবু তাঁর বক্তব্যকে সমর্থন করে বলেন, ‘‘রাজ্যপাল রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বা আধাসেনা নামানো নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । আমি অনেক আগেই সেনা নামানোর আবেদন করেছিলাম । কিন্ত সরকার সেই কথায় কান দেয়নি । রাজ্যপাল যে মতামত দিচ্ছেন, সেটা রাজ্য সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে আমি মনে করি ।"

লকডাউনে আধাসেনার দাবি রাহুল সিনহার
Last Updated : Apr 16, 2020, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details