পাণ্ডুয়া, 24 জানুয়ারি : নেতাজির জন্মদিন ঘিরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে । বিজেপি নেতা রাহল সিনহার মতে, অনুষ্ঠানে বক্তব্য না রেখে মুখ্যমন্ত্রী আসলে নেতাজিকে অপমান করেছেন । তাঁর দাবি, ইনশা-আল্লাহ বললে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত পছন্দ করতেন ।
স্বামী বিবেকানন্দের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে তৃণমূল-বিজেপি দড়ি টানাটানি । তার মাঝে গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন । অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই "জয় শ্রী রাম" ধ্বনি ওঠে । যা শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী । এভাবে ডেকে অপমান না করার কথা বলেন । পাশাপাশি নিজের বক্তব্য না রেখেই মঞ্চ থেকে নেমে পড়েন । আর এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম । একদিকে তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপিও । রাহুল সিনহা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছেন । আজ পাণ্ডুয়ার রামেশ্বরপুরের মণিপুরে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেন । সেখানে সাংবাদিক বৈঠক থেকে বলেন, "নেতাজির জন্মদিন ঘিরে অনুষ্ঠান । সেখানে জয় শ্রী রাম বললে কী হয়েছে? মুখ্যমন্ত্রীর এভাবে বয়কট করা উচিত হয়নি । উনি বোধহয় ইনশা-আল্লাহ বললে খুশি হতেন ।" পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, ইনশা-আল্লাহ বললে মুখ্যমন্ত্রী কখনওই ক্ষুব্ধ হতেন না । যদি হতেন, তাহলে ইনশা-আল্লাহ ধর্ম গ্রহণ করুন মুখ্যমন্ত্রী- দাবি রাহুলের ।