পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব কোথায় গেলেন, বিজ্ঞাপন দেওয়া উচিত : রাহুল - মুখ্যসচিব

রাজ্যের এই গভীর সংকটের মধ্যে কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে টিভির পর্দায় দেখা যাচ্ছে না । তাঁরা কোথায় গায়েব হয়ে গেলেন? এই প্রশ্ন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার।

rahul sinha
রাহুল সিনহা

By

Published : May 10, 2020, 11:49 PM IST



কলকাতা,10 মে : মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব নিখোঁজ হয়ে গেলেন কোথায় ? রাজ্য প্রশাসনের দুই প্রধান মুখকে আর দেখা যাচ্ছে না । সংবাদপত্র ও টিভিতে নিখোঁজের বিজ্ঞাপন দেওয়া উচিত । আজ এভাবেই কটাক্ষ করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।


রাহুলবাবু বলেন, "এই সময় মুখ্যসচিবের উচিত রাজ্যের হাল ধরা। তা না হলে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হোক মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের অদৃশ্য হওয়ার পিছনে কারণ কী আছে ? সরকারের দুই প্রধান মুখ এই সংকটে পর্দার আড়ালে চলে গেলেন কেন? "



তিনি আরও বলেন, "রাজ্যের অদৃশ্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বাংলার পরিযায়ী শ্রমিকরা যাঁরা নিজের উদ্যোগ বাড়ি ফিরতে চান, তাঁদের ফেরার অনুমতি দেওয়া হোক । বাস ভাড়া মেটানোর ব্যবস্থা রাজ্য সরকার করুক । শুধু ট্রেন যোগে নয়, বাসের মাধ্যমে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে।"

ABOUT THE AUTHOR

...view details