পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিরাপত্তারক্ষীর জিভ টেনে রড দিয়ে বেদম মারধর, চুরির চেষ্টা আবাসনে - রিজেন্ট পার্কে আবাসনে নিরাপত্তারক্ষীর জিভ টেনে বেদম মার

দুষ্কৃতী হানায় গুরুতর জখম হলেন আবাসনের নিরাপত্তারক্ষী । অভিযোগ, নিরাপত্তারক্ষীর জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ রিজেন্ট পার্ক এলাকার এক আবাসনে রবিবার দুপুরে এই ঘটনা ঘটে ।

pull tongue of a security guard
রিজেন্ট পার্কে আবাসনে চুরির চেষ্টা

By

Published : Jan 20, 2020, 12:40 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: নিরাপত্তারক্ষীর জিভ টেনে বেদম মারধরের অভিযোগ । ভরদুপুরে চুরির চেষ্টা কলকাতার এক আবাসনে । অভিযোগ, রিজেন্ট পার্ক এলাকার মুর অ্যাভিনিউয়ের এক আবাসনে রবিবার দুপুরে এক দল দুষ্কৃতী হামলা চালায় আবাসনের নিরাপত্তারক্ষীর উপরে। তাদের বেদম প্রহারে গুরুতর আহত হন বেসরকারি সংস্থার এই নিরাপত্তারক্ষী । রক্ষীর জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা হয় । সোমবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্য়ক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ ।

রিজেন্ট পার্ক থানা এলাকার শান্তিনগর মাঠের কাছে ওই আবাসন । পাঁচিল খেলা আবাসনে নিরাপত্তা সুনিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তারক্ষী রেখেছেন আবাসিকরা । আজ সেখানে কর্মরত অবস্থায় ছিলেন নিরাপত্তারক্ষী ভগবত সাহা । দুপুরের দিকে তিনি দেখতে পান পাঁচিল টপকে কয়েকজন ঢুকে পড়েছে আবাসনে । তাদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন নিরাপত্তা রক্ষী ।

লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় ভগবতকে। অসহ্য যন্ত্রণায় রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার শুরু করে দেন। উদ্দেশ্য ছিল সংজ্ঞা হারানোর আগেই আবাসিকদের সতর্ক করে দেওয়া । তখন চোরেরা তার জিভ টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে । এমনটাই অভিযোগ উঠেছে। পরে অবশ্য বিপদ বুঝে পালিয়ে যায় ওই চোরের দল। গুরুতর আহত অবস্থায় ওই নিরাপত্তারক্ষীকে নিয়ে যাওয়া হয় MR বাঙ্গুর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আবাসনের আবাসিকরা খবর দেন রিজেন্ট পার্ক থানায় । ঘটনায় অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা ।

চুরির চেষ্টার পাশাপাশি খুনের চেষ্টার ধারায় মামলা শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে ওই চত্বরের CCTV ফুটেজ । যদিও তদন্তকারীরা নিরাপত্তারক্ষীর সঙ্গে এখনও পর্যন্ত কথা বলতে পারেননি । ভর্তি থাকা এই নিরাপত্তারক্ষী কথা বলার পরিস্থিতিতে নেই । অথচ তিনি একমাত্র প্রত্যক্ষদর্শী। তার সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা । ধৃত ব্যক্তি নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে পাল্টা মারধোরের অভিযোগ দায়ের করেছে ।

ABOUT THE AUTHOR

...view details