পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলকার দুর্ঘটনা: ঋষভের শারীরিক অবস্থার আরও অবনতি

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সবরকম সাপোর্ট দেওয়া হয়েছে তাকে ৷ কিন্তু তারপরেও শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি ৷ কিন্তু পরিস্থিতি মাল্টি অর্গান ফেলিওয়ের দিকে চলে যাচ্ছে ৷ দুর্ঘটনায় জখম আরও এক শিশু দীপাংশু ভগতের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সে সংকটমুক্ত নয় ৷

Pull Car Accident
ফাইল ছবি

By

Published : Feb 21, 2020, 8:14 PM IST

Updated : Feb 21, 2020, 8:56 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: পুলকার দুর্ঘটনায় জখম ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক । শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । গতরাতেই জানা গিয়েছিল ঋষভের ফুসফুসসহ দেহের অন্য অর্গানগুলি থেকেও তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না । পরিস্থিতি যে অবস্থায় পৌঁছেছে তাতে ঋষভের অবস্থা মাল্টিঅর্গান ফেলিওরের দিকে চলে যাচ্ছে । আজ সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার ফুসফুস, হার্টসহ সব অর্গান নিয়ে চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ ।

হাসপাতাল সূত্রে খবর, এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এর সহায়তায় ঋষভকে বাঁচানোর চেষ্টা চললেও, গত বুধবার থেকে শিশুর শারীরিক অবস্থা তেমন ভালো নেই বলে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের । গতরাতেই জানা গিয়েছিল, শিশুর অন্যান্য অর্গানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে । অবস্থা সিভিয়ার সেপসিসের মতো । ওষুধের সাহায্যে অল্প পরিমাণের ইউরিন বের করা সম্ভব হচ্ছে । পরিস্থিতি যেরকম তাতে তার শারীরিক অবস্থা রেনাল ফেলিওর, মাল্টি-অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছে বলে আশঙ্কায় রয়েছে চিকিৎসকরা । বৃহস্পতিবার রাতে SSKM হাসপাতালের এক আধিকারিক জানিয়েছিলেন, ঋষভের ফুসফুস-সহ কোনও অর্গানের তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না । তবে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন । যন্ত্রের মাধ্যমে ঋষভের অর্গানগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে । যদি ফুসফুস নিজে থেকে কাজ করতে শুরু করত তাহলে বলা যেত ঋষভের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আশা রয়েছে । কিন্তু, তা হয়নি ।

রঘুনাথ মিশ্র বলেন, " সমস্ত রকম সাপোর্ট আমরা দিচ্ছি । শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক ৷"

গত শুক্রবার দুর্ঘটনার দিন SSKM হাসপাতালে নিয়ে আসার পরে ঋষভের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল, যার জেরে সেদিন রাতেই তাকে ECMO-র সাপোর্ট দেওয়া হয়েছিল । ঋষভ শারীরিক অবস্থার বিষয়ে আজ SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল MSVP রঘুনাথ মিশ্র বলেন, " সমস্ত রকম সাপোর্ট আমরা দিচ্ছি । সমস্ত সাপোর্ট দেওয়ার পরেও বিশেষ উন্নতি হয়েছে, তা বলতে পারছি না । যান্ত্রিক সহায়তায় বাঁচিয়ে রাখা ছাড়া অন্য কিছু বলতে পারছি না । ফুসফুস, হার্ট-সহ সব অর্গান নিয়ে আমরা চিন্তিত । শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক ৷" অন্যদিকে, দুর্ঘটনায় জখম দীপাংশু ভগতের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সে সংকটমুক্ত নয় বলে জানা গেছে ৷

Last Updated : Feb 21, 2020, 8:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details