পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PIL On Election Campaign: নির্বাচনী প্রচারে মাইক ও প্লাস্টিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

নির্বাচনী প্রচারে (PIL On Election Campaign) মাইক বাজানো এবং প্লাস্টিক ব্যবহার বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।

Election Campaign Use
নির্বাচনী প্রচারে মাইক ও প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

By

Published : Jan 19, 2022, 7:31 AM IST

Updated : Jan 19, 2022, 9:16 AM IST

কলকাতা 19 জানুয়ারি: নির্বাচনী প্রচারে (PIL On Election Campaign) তারস্বরে মাইক বাজানোর পাশাপাশি প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার করা হয় ৷ তা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা স্বত্বেও নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি ইচ্ছেমতো মাইক বাজিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে । এতে পরিবেশের দফারফা হচ্ছে।

অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত পরিবেশ আইন মেনে নির্দিষ্ট ডেসিবেলে মাইক বাজানোর নির্দেশ দেওয়া। পাশাপাশি নির্বাচনে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার পরিবেশের অপূরণীয় ক্ষতি ডেকে আনছে। তাই অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত নির্বাচনী আচরণবিধির মধ্যে বিষয়গুলি নিয়ে এসে অবিলম্বে এর উপর বিধিনিষেধ আরোপ করা। নির্বাচন কমিশনকে মামলার কপি দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: অভিষেকের আপ্ত সহায়ককে এখনও জিজ্ঞাসাবাদ নয় কেন, ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

আগামী 21 জানুয়ারি ফের শুনানি রয়েছে এই মামলার। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে রাজ্যের একাধিক পৌরসভায় নির্বাচন হবে। নির্বাচনে যাতে এই আচরণবিধি কার্যকর করা হয় সেই আবেদনও জানিয়েছেন তিনি। এর আগেও ভোট প্রচারে তারস্বরে মাইক বাজানোর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে জাতীয় পরিবেশ আদালতে। এই ব্যাপারে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। কিন্তু বদলাইনি তারস্বরে মাইক বাজিয়ে প্রচার। এই ব্যাপারে সব রাজনৈতিক দলই সমান। সমস্যার সমাধান কিছুই হয়নি। তবে, নির্বাচনের কাজে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার দাবিতে সম্ভবত এই প্রথম মামলা দায়ের হল আদালতে।

Last Updated : Jan 19, 2022, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details