কলকাতা 19 জানুয়ারি: নির্বাচনী প্রচারে (PIL On Election Campaign) তারস্বরে মাইক বাজানোর পাশাপাশি প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার করা হয় ৷ তা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা স্বত্বেও নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি ইচ্ছেমতো মাইক বাজিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে । এতে পরিবেশের দফারফা হচ্ছে।
অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত পরিবেশ আইন মেনে নির্দিষ্ট ডেসিবেলে মাইক বাজানোর নির্দেশ দেওয়া। পাশাপাশি নির্বাচনে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার পরিবেশের অপূরণীয় ক্ষতি ডেকে আনছে। তাই অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত নির্বাচনী আচরণবিধির মধ্যে বিষয়গুলি নিয়ে এসে অবিলম্বে এর উপর বিধিনিষেধ আরোপ করা। নির্বাচন কমিশনকে মামলার কপি দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।