পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা - অক্সিজেনের কালোবাজারি

বিনামূল্যে করোনার ভ্যাকসিন, অক্সিজেনের কালোবাজারি রোধ, প্রয়োজনীয় ওষুধের জোগানের দাবি সহ একাধিক ইস্যুতে, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম ৷ 6 মে মামলার পরবর্তী শুনানি ৷

public-interest-litigation-in-calcutta-high-court-demanding-free-vaccine-to-the-people-of-the-west-bengal
রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

By

Published : May 4, 2021, 2:30 PM IST

কলকাতা, 4 মে : রাজ্যের সব নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা । সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম এই মামলা করেছেন । সেই সঙ্গে তিনি আদালতে তাঁর বক্তব্যে জানিয়েছেন, অবিলম্বে রাজ্যে অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক ৷ সেই সঙ্গে ওষুধের কালোবাজারি যাতে বন্ধ করা হয়, সেই আবেদনও করেন তিনি ৷ সেই সঙ্গে করোনার চিকিৎসায় রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে বলে ওই জনস্বার্থ মামলায় জানিয়েছেন ফুয়াদ হালিম ।

তবে, এই জনস্বার্থ মামলার শুনানিতে আজ কেন্দ্র বা রাজ্য দুই তরফেই কোনও আইনজীবী হাজির ছিলেন না ৷ ফলে আগামী 6 মে বৃহস্পতিবার সব পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের কার্যকারী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ।

প্রসঙ্গত, ফুয়াদ হালিমের তরফে আজ, তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে রামপুরহাট হাসপাতালে চারজন করোনা রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল । রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই বলে অভিযোগ উঠেছে ৷ ফলে আশঙ্কা জনক রোগীদের অক্সিজেন দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন হাসপাতাল থেকে অভিযোগ করা হয় । পাশাপাশি হোম আইসোলেশনে থাকা বহু করোনা আক্রান্তের অক্সিজেনের প্রয়োজন পড়ছে ৷ এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধ ও অক্সিজেনের কালোবাজারি শুরু করেছে ।

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার দাবিতে সরব রাহুল গান্ধি

মামলাকারীর হয়ে তাঁর আইনজীবীর আরও জানান, হাসপাতালগুলিতে অবিলম্বে শয্যার সংখ্যা বাড়ানোর প্রয়োজন । পাশাপাশি রাজ্যের মানুষ যাতে বিনামূল্যে ভ্যাকসিন পায় ৷ সেই ব্যবস্থা করতে হবে । কেন্দ্র ও রাজ্য দু’পক্ষ দায়িত্ব নিয়ে সেই ব্যবস্থা করুক বলে আদালতে দাবি করেছেন ফুয়াদ হালিম ।

ABOUT THE AUTHOR

...view details