কলকাতা 5 জুন: কোরোনা সংক্রমণে মৃতের দেহ সৎকারে অত্যন্ত অসম্মান করছে রাজ্য সরকার ।এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিনীত রুইয়া নামে এক ব্যক্তি। মামলাকারীর বক্তব্য, মৃত ব্যক্তির দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না,। এমনকী মুখ পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না। মৃত ব্যক্তির পরিবারের কাছে তা অত্যন্ত বেদনাদায়ক । আজ মামলাটি শোনার পর প্রধান বিচারপতি TBN রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চায়। আগামী 11 জুন হবে মামলার পরবর্তী শুনানি।
কোরোনায় মৃতের দেহ সৎকারে অশ্রদ্ধার অভিযোগে মামলা হাইকোর্টে - কোরোনা ভাইরাসে মৃতের দেহ সৎকারে অশ্রদ্ধা
কোরোনা ভাইরাসে মৃতের দেহ সৎকারে অত্যন্ত অশ্রদ্ধা করছে রাজ্য সরকার। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিনীত রুইয়া নামে এক ব্যক্তি। এ ব্যাপারে রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট।
কোরোনা সংক্রমণে মৃতদের দেহ সৎকার নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার কোনও সুরাহা হয়নি এ রাজ্যে। এর আগে এপ্রিল মাসে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, মৃতদেহ সৎকারের ব্যাপারে রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কেন এই দাবিতে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে হবে । তবে বিনীত রুইয়ার মামলায় হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। আগামী 11 জুনের মধ্যে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে হবে। প্রসঙ্গত কোরোনায় মৃতের দেহ সৎকার নিয়ে প্রথমে নিমতলা শ্মশান, তারপর কলকাতার ধাপায় গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। স্থানীয়রা মৃতদেহ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মৃতদেহ সৎকারে বাধা দিয়েছিল। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীকালে আর এই সমস্যা দেখা দেয়নি এবং দেহ সৎকারে জমায়েত এড়াতেই রাজ্য সরকার মৃতদেহ আত্মীয়-পরিজনদের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।