পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP ministers to visit Bengal: 2024-এর আগে নজরে জনসংযোগ, জুলাইতে রাজ্যে আসছেন 7 কেন্দ্রীয় মন্ত্রী - বঙ্গ বিজেপি

জুলাই মাসে রাজ্য সফরে আসতে চলেছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী (BJP ministers to visit Bengal)৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে জনসংযোগ বৃদ্ধির রণকৌশল নিয়েছে বিজেপি (Public connect drive by BJP)৷

Public connect drive by BJP, 7 central ministers to visit Bengal in July
2024-এর আগে নজরে জনসংযোগ, জুলাইতে রাজ্যে আসছেন 7 কেন্দ্রীয় মন্ত্রী

By

Published : Jun 28, 2022, 9:06 AM IST

কলকাতা, 28 জুন: আগামী মাসে রাজ্য আসতে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী । 2024-এর লোকসভা নির্বাচন এখন গেরুয়া শিবিরের পাখির চোখ (Public connect drive by BJP)। তাই রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে আগামী জুলাই মাসে ভোজন এবং জনসংযোগ কর্মসূচির প্রথম পর্যায়ে রাজ্যে আসতে পারেন 7 জন কেন্দ্রীয় মন্ত্রী ।

যদিও রাজ্য বিজেপির তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি । তবে রাজনৈতিক অলিন্দে এখন সাত মন্ত্রীর রাজ্য সফর নিয়ে চলছে জোর জল্পনা । জানা গিয়েছে, যাঁরা আসতে পারেন তাঁদের মধ্যে সম্ভাব্য যাঁদের নাম উঠে আসছে তাঁরা হলেন, স্মৃতি ইরানি, কিরেণ রিজিজু, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব এবং আরও বেশ কয়েকজন (Central ministers to visit Bengal in July)।

তৃণমূল স্তরে দলকে আরও সংগঠিত ও মজবুত করতে 19টি লোকসভা কেন্দ্রে জনসংযোগ চালাবেন এই কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ একেবারে নিজেরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটিয়ে, তাঁদের সঙ্গে ভোজন সেরে, কথা বলে স্থানীয়দের স্নায়ুর চাপ বোঝার চেষ্টা করবেন তাঁরা (BJP ministers to visit Bengal)।

একদিকে তৃণমূলের শহিদ দিবস 21 জুলাই ৷ অন্যদিকে সেই সময়েই বিজেপির সাত মন্ত্রীর রাজ্য সফর ৷ দুইয়ে মিলে রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে আরও কিছুটা বাড়বে তাতে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন:Vijayvargiya on Agnipath : বিজেপি অফিসে চৌকিদারের কাজে অগ্নিবীরদেরই অগ্রাধিকার, বিতর্কিত মন্তব্য বিজয়বর্গীয়র

বিধানসভা নির্বাচনের সময়ও দেখা গিয়েছিল যে, বঙ্গে নিজেরা সশরীরে উপস্থিত থেকে দলকে সময় দিচ্ছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যাতায়াত তো প্রায় লেগেই ছিল ৷ এ ছাড়াও বারবার আসতে দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাকে ৷ পদ্মের পালে হাওয়া লাগাতে জেলায় জেলায় গিয়ে রোড শো, মিছিল, মিটিং করেছেন তাঁরা ৷ যদিও ভোটবাক্সে তার ফল বিশেষ মেলেনি ৷ তবে সেই জনসংযোগ বৃদ্ধির রাস্তা থেকে যে তাঁরা সরছেন না, তা স্পষ্ট বুঝতে পারছে রাজনৈতিক মহল ৷ সেই কারণেই দলের ক্ষোভ-বিক্ষোভ-অন্তর্দ্বন্দ্ব মেটাতে ও কর্মীদের চাঙ্গা করতে আবারও বাংলা সফরে মন দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details