পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PTTA-র মিছিলে বাধা পুলিশের, গ্রেপ্তার অনুপম হাজরা সহ 15 - Aggitation

পশ্চিমবঙ্গ প্রাইমারি ট্রেনড টিচার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের । পুলিশ BJP নেতা অনুপম হাজরা-সহ 15 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি PTTI-র সদস্যদের

By

Published : Jul 15, 2019, 1:42 PM IST

Updated : Jul 15, 2019, 3:09 PM IST

কলকাতা, 15 জুলাই : পশ্চিমবঙ্গ প্রাইমারি ট্রেনড টিচার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হল পুলিশের । BJP নেতা অনুপম হাজরাসহ 15 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরিসহ একাধিক দাবিতে আজ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ফিরিঙ্গি কালীবাড়ি থেকে ধর্মতলার উদ্দেশে মিছিল শুরু করে PTTI । কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে যাওয়ার আগেই পুলিশ PTTA-র সদস্যদের বাধা দেয় । মিছিলে PTTA-র সভাপতি পিন্টু পারুই সহ ছিলেন BJP নেতা অনুপম হাজরা, BJP-র কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় । কিন্তু ফিরিঙ্গি কালীবাড়ি থেকে মিছিল একটু এগোলেই পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে বচসা বাধে ।

পিক-আপ ভ্যানে তোলা হচ্ছে BJP নেতা অনুপম হাজরাকে

সংগঠনের সভাপতি পিন্টু পারুই, অনুপম হাজরাসহ প্রায় 15 জনকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয় । তবে PTTA-র সভাপতি পিন্টু পারুই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।

Last Updated : Jul 15, 2019, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details