পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চে নিয়োগ করবে রাজ্য সরকার । অন্যান্য বেশকিছু পদের সঙ্গে নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর পদেও । নিয়োগ অস্থায়ী ও চুক্তিভিত্তিক । শূন্যপদ 10 টি । প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে । প্রার্থীকে স্নাতক হতে হবে । সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট । বেতন প্রতি মাসে 11 হাজার টাকা ।
আবেদনের পদ্ধতি : www.policewb.gov.in – ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম । সঠিকভাবে পূরণ করতে হবে ফর্মটি । পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায় ।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ
আই বি, পশ্চিমবঙ্গ
13, লর্ড সিনহা রোড
কলকাতা- 700071
অথবা উপরোক্ত ঠিকানার গ্রাউন্ড ফ্লোরস্থিত নির্দিষ্ট বাক্সেও আবেদনপত্র জমা করতে পারেন । যে পোস্টের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে এনভেলপের উপরে ।
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে নিম্নলিখিত নথির স্ব-প্রত্যয়িত নকল-
1. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট
2. বয়সের প্রমাণ হিসেবে জন্ম-শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
3. ঠিকানার প্রমাণপত্র
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুলাই । আবেদনপত্র খতিয়ে দেখে যোগ্য প্রার্থীদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হবে সঠিক সময়ে ।
পশ্চিমবঙ্গ পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর - কর্মক্ষেত্র
পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করবে রাজ্য সরকার । শূন্যপদ 10 টি ।
ছবিটি প্রতীকী
Disclaimer: চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।
Last Updated : Jun 24, 2019, 11:30 PM IST