কলকাতা, 8 এপ্রিল : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইসারের (IISER) কল্যাণীর গবেষক শুভদীপ রায়ের আত্মহত্যার প্রতিবাদে শুক্রবার পথে নামলেন ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা (Protests in Front of Presidency University by SFI)। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) সামনে মিছিল করে বিক্ষোভ দেখান তাঁরা ।
প্রেসিডেন্সির পড়ুয়াদের বিক্ষোভ তাঁদের দাবি, গবেষক শুভদীপ রাজ্যের মৃত্যু আসলে একটি প্রাতিষ্ঠানিক হত্যা । ইনস্টিটিউটের এক গাইডের কারণে চরম মানসিক অবসাদে ভুগছিলেন শুভদীপ । আর তার জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন । সুইসাইড নোটে তিনি অধ্যাপকের নামও লিখে গিয়েছেন । তা সত্ত্বেও কেন জেরা করা হচ্ছে না সেই অধ্যাপককে ? কর্তৃপক্ষ এবার চুপ কেন ?
গবেষকের আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রেসিডেন্সির পড়ুয়াদের আন্দোলনকারীদের মধ্যে থেকে অদৃজ দাস বলেন, "রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির জন্য শিক্ষাক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁরা আর শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে ভরসা পাচ্ছেন না । গবেষণার জন্য ঠিক সময় অর্থ না পাওয়া থেকে শুরু করে স্কলারশিপ-সহ বিভিন্ন অরাজকতার শিকার হচ্ছেন পড়ুয়ারা । তাই বাধ্য হয়ে আত্মহননের পথই বেছে নিতে হচ্ছে তাঁদের । এটা আত্মহত্যা নয় এটা খুন । তাই আমাদের দাবি হল অভিযুক্তকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং রাজ্যের প্রতিটি ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে হবে ।"
কল্যাণীর গবেষক আত্মহত্যার প্রতিবাদে পথে প্রেসিডেন্সির পড়ুয়ারা আরও পড়ুন :Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই