কলকাতা, 29 এপ্রিল : দীর্ঘদিন হয়ে গেল উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের কোনও হেলদোল নেই। রাজ্যে এই জটিল কোরোনা ভাইরাস সংক্রমিত পরিস্থিতিতেও রাজ্য সরকার মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীদের সহকারী নিয়োগের জন্য নির্দেশিকা জারি করেছে। অথচ দীর্ঘ সাত বছর ধরে উচ্চ প্রাথমিকের মেধা তালিকাভুক্ত হয়েও চাকরি পাননি রাজ্যের 28 হাজার 900 জন প্রার্থী। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাড়ি থেকেই বিক্ষোভ দেখালেন সফল প্রার্থীরা।
আদালতের নির্দেশে অনেকটাই এগিয়েছে চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া। কিন্তু রাজ্য সরকারের দীর্ঘ টালবাহানায় নিয়োগ পর্ব শেষ হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধি মহিউদ্দিন মাহি এবং সুশান্ত ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের মেধা তালিকাভুক্ত হওয়ার পরেও রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতি আর্থিক সংকটে রয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, অতি দ্রুত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য উপযুক্ত সদর্থক পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার।
আপার প্রাইমারিতে নিয়োগের দাবি, বাড়ি থেকে বিক্ষোভ - চাকরিপ্রার্থী
আদালতের নির্দেশে অনেকটাই এগিয়েছে চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া। কিন্তু রাজ্য সরকারের দীর্ঘ টালবাহানায় নিয়োগ পর্ব শেষ হয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধি মহিউদ্দিন মাহি এবং সুশান্ত ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের মেধা তালিকাভুক্ত হওয়ার পরেও রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতি আর্থিক সংকটে রয়েছেন।
আপার প্রাইমারি
আপার প্রাইমারি মামলার দ্রুত নিষ্পত্তি করে গেজেট বিধি মেনে, দীর্ঘ সাত বছরের যন্ত্রণা থেকে মুক্তির আবেদন জানিয়েছেন তাঁরা। আজ এক অভিনব প্রতিবাদের মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর কাছেও শিক্ষক নিয়োগের আবেদন জানানো হয়েছে।