পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Demand of Opening School-Colleges : রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ - Demand of Opening School, Colleges

রাজ্যে স্কুল, কলেজ খোলার দাবিতে (Demand of Opening School, Colleges) প্রয়োজনে বড় অন্দোলননের হুঁশিয়ারি ৷

Demand of Opening School-Colleges
রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ

By

Published : Jan 27, 2022, 5:26 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: রাজ্যে স্কুল-কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে (protest in front of Calcutta University) দু'দিন ধরে ছাত্র সংগঠন এআইডিএসও যে বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছিল, তা বৃহস্পতিবার তুলে নেওয়া হল ৷

সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণিশংকর পট্টনায়ক বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি শিক্ষক ,অভিভাবক-সহ সর্বস্তরের জনসাধারণকে কার্যত হতাশ করেছে । রাজ্যে যখন সব কিছুই সরকারি নির্দেশেই স্বাভাবিকতার দিকে যাচ্ছে, এমনকি 50 শতাংশ দর্শক, লোক নিয়ে সিনেমা হল, বার রেস্তোরা খোলার কথা বলছে সরকার, তখন অমরা লক্ষ্য করছি স্কুল কলেজ বন্ধ রেখে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার । ইতিমধ্যে এরাজ্যে গঙ্গাসাগর মেলা-সহ বিভিন্ন বিষয়ে সরকারি ছাড় দেওয়া হচ্ছে । কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না ।" তাঁর কটাক্ষ, "ছাত্র, শিক্ষক, অভিভাবকদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাজ্যের শিক্ষামন্ত্রী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে প্রাইমারি পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন, এটি শুধু হাস্যকরই না,অভিসন্ধিমূলক । "

আরও পড়ুন : দিঘার হোটেলে আগুন, কার্নিস থেকে ঝাঁপ মরিয়া পর্যটকের

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়ছে, এই বিষয়টি নিয়ে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগ অন্যত্র সরানো যাবে না বলেও এদিন দাবি করেন বিক্ষোভকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details